Team India: বিশ্বকাপের ঠিক পরেই সিরিজ! ভারত উড়ে যাবে এই দেশে, লড়াই কুড়ি ওভারের

 ২০০৭ সালে ভূমিষ্ঠ হয়েছিল টি-২০ বিশ্বকাপ। চলতি বছর কুড়ি ওভারের কাপযুদ্ধের (T20 World Cup 2024) নবম সংস্করণ। যা হবে রীতিমতো মেগা। এই প্রথমবার ২০টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। মার্কিন মুলকে ফ্লোরিডার লডারহিল, মরিসভিল, ডালাস এবং নিউ ইয়র্ককে টুর্নামেন্টের ম্যাচ ও অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্বযুদ্ধ চলবে। ৯ ভেন্য়ুতে ৫৫ ম্য়াচ। আর কুড়ি ওভারের বিশ্বকাপ শেষ করেই ভারত উড়ে যাবে জিম্বাবোয়ে (India tour of Zimbabwe)! মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্য়ায় বিসিসিআই সূচি ঘোষণা করে দিল। ৬-১৪ জুলাই পর্যন্ত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। প্রতিটি ম্য়াচই হবে হারারেতে। 

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1754834479410016350&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Findia-tour-of-zimbabwe-confirmed-after-t20-world-cup-2024_507009.html&sessionId=28c71f58645ccba581378dff2be10c4e3bd2cb3e&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

২০১০, ২০১৫, ২০১৬ সালের পর এই নিয়ে চতুর্থবার জিম্বাবোয়েতে টি-২০ সফরে যাচ্ছে ভারত। ভারত কিন্তু কখনও ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জেতেনি। কুড়ি ওভারের ক্রিকেটে ভারত-জিম্বাবোয়ে সাতটি ম্য়াচ খেলেছে। পাঁচটি জিতেছে ভারত। জোড়া সিরিজ আছে ভারতের ঝুলিতে। তবে এই প্রথমবার ভারত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। 

ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ
প্রথম টি-২০, ৬ জুলাই, রবিবার
দ্বিতীয় টি-২০, ৭ জুলাই, সোমবার
তৃতীয় টি-২০, ১০ জুলাই, বুধবার
চতুর্থ টি-২০, ১৩ জুলাই, শনিবার
পঞ্চম টি-২০, ১৪ জুলাই, রবিবার

টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি
৫ জুন আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে নিউ ইয়র্কে খেলবে ভারত। 
৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে নিউ ইয়র্কে খেলবে ভারত।
১২ জুন আমেরিকার বিরুদ্ধে নিউ ইয়র্কে খেলবে ভারত।
১৫ জুন কানাডার বিরুদ্ধে ভারত খেলবে ফ্লোরিডায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.