কুড়মি আন্দোলনের নেতা তথা শিক্ষক রাজেশ মাহাতকে পশ্চিম মেদিনীপুর থেকে কোচবিহারের স্কুলে বদলি করার প্রতিবাদে এবং বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের সদস্যরা তাদের সভাপতি আশীষ কুমার মন্ডলের নেতৃত্বে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে পৌঁছান।
সংগঠনের সভাপতি বলেন, রাজেশ মাহাতো একটি সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত। কিছুদিন আগে শাসক দলের এক সাংসদ ও মন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং ওই দিনই তাকে পশ্চিম মেদিনীপুরের বেনাপুর হাইস্কুল থেকে কোচবিহারের একটি স্কুলে শাস্তিমূলক বদলি করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে রাজেশ মাহাতো হয়তো তাদের সামাজিক আন্দোলনে যোগ দিতেই পারেন সেই বিষয়ে আমরা যেতে চাইছি না। এ বিষয়ে আমাদের কিছু বলারও নেই। কিন্তু তার বদলি শাস্তিমূলক, সেটা আমরা মানতে পারছি না। আমাদের এই দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলনে আমাদের নামতে হবে।
সংগঠনের সভাপতি আশীষ বাবু আরো বলেন, প্রশাসনের অনুরোধে সীমিত সদস্যদের নিয়ে আমরা মিছিল ডেপুটেশন কর্মসূচি নিয়েছি। বিভিন্ন জেলা থেকে কম সংখ্যক সদস্য নিয়ে কর্মসূচি করছি। তিনি এদিন পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের যথেষ্ট নিরাপত্তার দাবি জানান।