নিয়োগ নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তার মধ্যে রাজ্যের সব শিক্ষকের যোগ্যতার প্রমাণ দেওয়ার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। এই সরকারি নির্দেশ ঘিরে শিক্ষক মহলে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। এখন যারা অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে তাদেরও নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এই নির্দেশ ঘিরে তৈরি হয়েছে ক্ষোভ।
জানা গেছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি নির্দেশিকার উপর ভিত্তি করে রাজ্যের ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি শিক্ষকের যোগ্যতার প্রমাণ দিতে হবে। আদৌ কি তারা যোগ্য? সেই যোগ্যতা যাচাইয়ের নথি জমা দেওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের ২৭ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে সমস্ত নথির হার্ড কপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে ডিআই’দের কাছে পৌঁছে দিতে হবে।
সরকারি বিজ্ঞপ্তি বলছে, চাকুরিরত শিক্ষকদের এসএসসি শংসাপত্র, সর্বশেষ নিয়োগ পত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র দিতে হবে। যারা এসএসসি থেকে নিয়োগ পাননি তাদের এপ্রুভাল মেমো দিতে হবে। জানা গেছে, এই নথি জমা দেওয়ার জন্য ioms নামে একটি পোর্টাল খোলা হয়েছে। সেখানে লগইন করে এসএসসি ডেটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা দিতে হবে। তবে সরকারের এই নির্দেশিকায় শিক্ষক মহলের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে। ৩০ ৩৫ বছর আগে যারা নিযুক্ত হয়েছেন তাদের কেন এই তথ্য দিতে হবে সে প্রশ্ন তুলেছেন অনেকেই।