Tathagata ২২শে মমতার অভিযান নিয়ে তথাগতর প্রতিক্রিয়া

অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের শুভ উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে পাল্টা অভিযানের ডাক দিয়েছেন, তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।

বুধবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজ সারা ভারত চেয়ে আছে অযোধ্যার দিকে, বাইশে জানুয়ারির দিকে। তাই না দেখে, আমাদের মাননীয়া ওই একই দিনে কলকাতায় কি-একটা আয়োজন করছেন। শুনে একটা পুরোনো কথা মনে পড়ে গেল।

উনিশশো-সত্তরের দশকের শেষের দিকে সেই সময়কার সর্বশক্তিমান সিপিএম ‘মানব বন্ধন’ নামে একটা তামাশার আয়োজন করেছিল এবং সেটা যথাযথভাবে পালনও করেছিল। তার দেখাদেখি তখনকার একমাত্র বিরোধী, কিন্তু হীনবল কংগ্রেসও একই রকম একটা ছোট স্কেলে আয়োজন করল।পরের দিন আনন্দবাজারে (সম্ভবত গৌরকিশোর ঘোষ) মন্তব্য ছিল, “গাড়ল আর
কাকে বলে।”
“হায়, সেই সাংবাদিকতা আজ কোথায়?”

এই পোস্টের প্রতিক্রিয়ায় হিমাংশু মণ্ডল লিখেছেন, “‘কপিকাট দিয়ে চলে না, কিছু নিজস্ব উদ্যোগের প্রয়োজন দেশ ও দশের মঙ্গলের জন্য।” অর্পণ চক্রবর্তী লিখেছেন, “স্যার আজ যদি কোনো সাংবাদিক “গাড়ল আর কাকে বলে” লেখে তাহলে তার সাথে কী হতে পারে একটা বাচ্চাও জানে …
আর সেরকম লেখনী এবং সাহসী সাংবাদিক আজ বঙ্গে বিরল।”

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন রাজ্যে পাল্টা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। সেদিন রাজ্যজুড়ে সংহতি মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মঙ্গলবার এই ঘোষণা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সব ধর্মের মানুষকে নিয়ে এই মিছিল করা হবে। মিছিল শেষে সভা হবে পার্ক সার্কাস ময়দানে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.