‘অনেক ভালো মার্কস পাওয়া লোককে শূন্য় দিয়েছে’। বাম আমলে চিরকুটে চাকরি অভিযোগে এবার সরব তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বললেন, ‘যদি কখনও চান, তাহলে মুখ্যমন্ত্রীর হাতে তালিকা তুলে দেবেন’।
নিয়োগ দুর্নীতির শিকড় কোথায়? একাধিক জনসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ‘বাম আমলে যাঁরা গণশক্তিতে চাকরি করতেন বা সিপিএমের সর্বক্ষণের কর্মী ছিলেন, তাঁরা চিরকুটে চাকরি পেয়েছেন’। এমনকী, ধর্মতলায় ধরনা মঞ্চ থেকেও তিনি বলেন, ‘ডিএ আন্দোলনের মঞ্চে চোর, ডাকাতরা বসে। যারা চিরকুটে চাকরি পেয়েছে, তারাই বসে। ব্রাত্য বসুকে বলব তদন্ত করতে। কারা চিরকুটে চাকরি পেয়েছে, সব তদন্ত হোক’।
একসময়ে রাজারহাট-নিউটাউন এলাকার দাপুটে সিপিএম নেতা ছিলেন তাপস চট্টোপাধ্যায়। ২০১৫ সালে তৃণমূলে যোগ দেন তিনি। একুশে বিধানসভা ভোটে রাজারহাট-নিউটাউন কেন্দ্র থেকে জিতেছেন ঘাসফুল প্রতীকে। এদিন বারাসতে তৃণমূলের জেলা পার্টি বসে তাপস বলেন, ‘বাম আমলে অনেক ভালো মার্কস পাওয়া লোককে শূন্য দিয়েছে, আর অনেক শূন্য পাওয়া মানুষের চাকরি হয়েছে’। এরপরই তাঁর দাবি, ‘আমি নিজে কখনও এই ধরণের চিরকুট দিয়ে কারও চাকরি করে দিইনি’।