বছর পেরোলেও চিনের অভ্যেস বদলাইনি। ভারতীয় সীমান্তবর্তী লাগোয়া এলাকাগুলিতে নিজেদের সামরিক গতিবিধি বাড়িয়ে দিয়েছে লাল ফৌজ। গত বছর ২৯/৩০ আগস্ট মাসে হিমালয়ের কৈলাস রেঞ্জের যেসকল এলাকা ভারতীয় সেনাবাহিনী নিজেদের দখলে নিয়েছিল। সেই সকল সামরিক চৌকিগুলির আসেপাশে বিপুল পরিমাণে ট্যাঙ্ক মোতায়েন করেছে চিন। পূর্ব লাদাখের এলএসিতে সামরিক আগ্রাসনের পাশাপাশি চিনের নতুন ষড়যন্ত্র প্রকাশ্যে চলে এসেছে। ভারতীয় সামরিক চৌকিগুলির আসেপাশে ট্যাঙ্ক মোতায়েন করে বেজিং স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা কোনমতেই সীমান্তে শান্তি চায় না। সামরিক সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে প্যাংগং ঝিলের দক্ষিণ দিক থেকে কৈলাস রেঞ্জের রেজাংলা, রেচিংলা এবং মুখপারি পর্বতশৃঙ্গ-এ থাকা ভারতীয় চৌকিগুলির আসেপাশে ৩০ থেকে ৩৫টি ট্যাঙ্ক মোতায়েন করেছে। এই সকল চিনা ট্যাঙ্ক ওজনে হালকা হলেও অত্যাধুনিক সমরাস্ত্র সজ্জিত। উল্লেখ করা যেতে পারে, চিন চাইছে এই সকল অঞ্চল থেকে ভারত নিজের সামরিক বাহিনী প্রত্যাহার করে নিক। কিন্তু ভারতের তরফ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ভারতের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ভারতীয় সেনা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারত কোন ভাবেই সীমান্ত পেরোয়নি।
2021-01-05