গরুর যত্ন নিলে গরুও মানুষের খেয়াল রাখবে, একটি সভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রের পশুপালনমন্ত্রী পুরুষোত্তম রূপালা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করে এ কথা বলেন তিনি।
শনিবার উত্তরপ্রদেশের গ্লোবাল ইনভেস্টর্স সামিট উপলক্ষে দধীচি হলে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে দুগ্ধজাত দ্রব্য এবং পশুপালনের নানারকম সম্ভাবনার কথা আলোচনা করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম। তিনি বলেন, ‘‘সারা বিশ্বকে একটি বার্তা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন, যাঁরা গরুর যত্ন নেন, গরুও তাঁদের খেয়াল রাখে। শ্রীকৃষ্ণের এই বাণী আজকের দিনেও সমানভাবে প্রযোজ্য।’’
তিনি আরও বলেন, ‘‘শ্রীকৃষ্ণের সময় থেকেই ভারতে যত্ন সহকারে গরু পালন করা হয়। গোপালনে বিশেষ ভাবে উঠে আসে উত্তরপ্রদেশের গোকুলের নাম। দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা এবং পশুপালনে সম্ভাবনাময় রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে উত্তরপ্রদেশ।’’
শনিবারের সভায় বিনিয়োগকারীদের উত্তরপ্রদেশে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে এই রাজ্য আন্তর্জাতিক স্তরে দুধ উৎপাদনে প্রথম সারিতে অবস্থান করবে।
প্রেমের সপ্তাহে রাতারাতি চর্চার কেন্দ্রে উঠে এসেছে গরু। নিরীহ এই গবাদি পশুকেই প্রেম দিবসের দিন আলিঙ্গনের আবেদন জানিয়েছিল কেন্দ্র। তবে দেশজুড়ে সমালোচনার মাঝে সেই আবেদন আবার প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’ (এডব্লুবিআই)। এ বার গরুর যত্ন নেওয়ার ডাক দিলেন কেন্দ্রের মন্ত্রী।