এক পাহাড়ি রমনী ছোট্ট হাতব্যাগ থেকে ছড়িয়ে দিচ্ছেন খাবারের দানা। আর অগণিত পায়রা দার্জিলিংয়ের রাস্তা থেকে খুঁটে খাচ্ছে দানাগুলো। ক্যালেন্ডারের প্রথম পৃষ্ঠার বিষয় এটাই। আলোকচিত্রী রণিত ঢোলে। এ রকম ১২টি সুন্দর উত্তরের ছবির ডালি নিয়ে টেবল ক্যালেন্ডার উপহার দিল উত্তরবঙ্গের দৈনিক ‘উত্তরবঙ্গ সংবাদ’।
কখনও কালিম্পংয়ে রিশপের ও শিবখোলার পাখি (পার্থ চক্রবর্তী ও দীপ চৌধুরী), কখনও বাগডোগরায় রাস্তা পার হওয়া পেল্লাই হাতি (ঋত্বিক বিশ্বাস), কখনও দক্ষিণ দিনাজপুরে ত্রিমোহিনীর ধর্মীয় অনুষ্ঠান (ঋত্বিক সাহা), কখনও বা কোচবিহারে দেবী বিসর্জন (সন্দীপ গুহ)— আলোকচিত্রীদের দৃষ্টিকোণ থেকে উঠে আসা প্রকৃতি, প্রাণী, জনজীবনের ছবির সঙ্কলন। প্রতিটিরই বিষয় উত্তরবঙ্গ।
রীতিমত ঘোষণা করে প্রায় আড়াই মাস আগে আলোকচিত্রীদের কাছে ছবি পাঠানোর বার্তা জানিয়েছিলেন পত্রিকার প্রধান সম্পাদক সব্যসাচী তালুকদার। তিনি নিজেও একজন বিখ্যাত আলোকচিত্রী। জমা পড়া অজস্র ছবি থেকে ক্যালেণ্ডারের জন্য বেছে নেওয়া হয় মাজুয়ার প্যাঁচা (সোমমৌলি সরকার), রাজাভাতখাওয়ার উপবিষ্ট তিন বাঁদর (শান্তনু দেব), রংটংয়ে সবুজের গালিচায় প্রোথিত প্রস্তরখণ্ড (শিবাশিস সাহা) প্রভৃতি।