অবশেষে নিখোঁজ ৬ জন মৎস্যজীবীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল আজ। পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে তাদের শারীরিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে।
প্রসঙ্গত, কাঁথি এক নম্বর ব্লকের শৌলা মৎস্য বন্দর থেকে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্র থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ৬ জন মৎস্যজীবী। গতকাল ভোর পাঁচটা নাগাদ সৌলা ১নং মৎস্য বন্দর থেকে, মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে একটি ট্রলারে করে তারা পাড়ি দিয়েছিল। তাদের সঙ্গে শেষ যোগাযোগ হয় সকাল ১০টায়। তারপর থেকেই ওই মৎস্যজীবীদের পরিবার থেকে ফোন করলে মোবাইলের অপর প্রান্ত থেকে শোনা যাচ্ছিল পরিষেবা সীমার বাইরে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে দুপুর ১.৩০ নাগাদ মোবাইলে সুইচ অফ বলে জানতে পারে পরিবারের লোকজন। তারপর থেকেই উৎকণ্ঠায় কাটছিল ওই ৬ টি পরিবারের লোকেদের।
এই খবর ছড়িয়ে পড়তেই শৌলা ১ নং মৎস্য বন্দর থেকে প্রায় তিন থেকে চারটি ট্রলার পাঠানো হয় তাদের খোঁজ খবরের জন্য। ওই টলারগুলি সমুদ্রের নির্দিষ্ট জায়গায় দেখতে পান একটি ট্রলার ডুবন্ত অবস্থায় রয়েছে। ট্রলারটিকে শনাক্ত করে তারা। তবে ওই ট্রলারের পাশাপাশি ওই ৬ জন মৎস্যজীবীদের মধ্যে একজন কেউও পাওয়া যাচ্ছিল না। এই ট্রলার ডুবি এবং ছয় মৎস্যজীবীর খবর জানানো হয়েছে ব্লক প্রশাসন ও বিভাগীয় দপ্তরে। নিখোঁজ মৎস্যজীবীদের সুস্থ অবস্থায় বাড়ি ফেরানোর জন্য প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছিল সংগঠন ও পরিবারের পক্ষ থেকে। অবশেষে নিখোঁজ ৬ জন মৎস্যজীবীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল আজ। শারিরীক পরিক্ষার জন্য তাদের পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে আনা হয় কাঁথি মহকুমা হাসপাতালে।