সুপারস্টারে ভরা অতিথি দল ফোর-স্টার হোটেলে! অথচ আয়োজক দেশের ক্রিকেটারদের জন্য ব্যবস্থা করা হয়েছে ফাইভ-স্টার হোটেলর। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে সামনে এল এমন খবর।
ব্রিসবেনে ভারতীয় দলকে একটি ফোর-স্টার হোটেলে রাখা হয়েছে বলে খবর। সেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রয়েছেন ফাইভ-স্টার হোটেলে। যদিও এই নিয়ে ভারতীয় দলের তরফে কোনও অভিযোগ করা হয়নি। তবে অতিথি আপ্যায়নের এমন ‘ঘটা’ সচরাচর চোখে পড়ে না। বিশেষ করে ভারতীয় দলকে তুলনায় কম স্বাচ্ছন্দ্যের হোটেলে রাখা হয়েছে বলে আগে কখনও শোনা গিয়েছে কিনা সন্দেহ।
উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান দলও অস্ট্রেলিয়ার মতো ফাইভ-স্টার হোটেলের সুবিধা ভোগ করছে টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়ে। যে কোনও আইসিসি ইভেন্টে প্রতিটি দলের জন্য টিম হোটেল-সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের দায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। তবে এক্ষেত্রে আয়োজক দেশেই যাবতীয় বন্দোবস্ত করে। সেকারণেই নিজেদের ক্রিকেটারদের তুলনায় ভালো হোটেলে রেখে রোহিত শর্মাদের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ফোর-স্টার হোটেলের ব্যবস্থা করাটা দৃষ্টিকটু মনে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।