আইপিএল-এ ভাল বল করলেও টি২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি যুজবেন্দ্র চহালের। হরভজন সিংহ যদিও তাঁকে দেখতে চাইছেন ভারতীয় দলে।
টি২০ বিশ্বকাপের দলে একাধিক স্পিনারকে নেওয়া হলেও বাদ পড়েছেন চহাল। এটা মানতে পারছেন না হরভজন। চহালকে জোরে বল করার উপদেশ দেন ভারতের প্রাক্তন স্পিনার। হরভজন টুইট করে লেখেন, ‘তুমি নিজের সেরাটা দিয়েছ। সেটাই করে যাও। বলের গতি ঠিক রাখো। খুব একটা আস্তে বল করো না। আশা করছি তোমাকে টি২০ বিশ্বকাপের দলে দেখতে পাব। তুমি দারুণ বোলার।’
হরভজন চাইলেও অজিত আগরকরের মতে দলে কোনও পরিবর্তন করা উচিত নয়। ভারতের প্রাক্তন পেসার বলেন, “আমার মতে এক বার যখন দল বেছে নেওয়া হয়ে গিয়েছে তখন সেটাই রাখা উচিত। কেউ চোট পেলে আলাদা ব্যাপার। কিছু ক্রিকেটার দলে রয়েছে যারা হয়তো ছন্দে নেই। কিন্তু সেটা একটা ইনিংসের ব্যাপার। যে কোনও মুহূর্তে ছন্দ ফিরে পেতে পারে ক্রিকেটাররা। সেটা আইপিএল-এও হতে পারে।”
আগরকরের মতে, নির্বাচকরা যদিও মনে করেন এটাই দেশের সেরা ১৫ জন ক্রিকেটার তবে তাঁদেরই দলে রাখা উচিত।