Suvendu, Mamata, আরজিকরের ঘটনার প্রমাণ লোপাটে নেতৃত্ব দিয়েছেন মমতা, অভিযোগ শুভেন্দুর

বেলদায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রমাণ লোপাটে নেতৃত্ব দিয়েছেন মমতা, চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর সময় কালের তথ্য খতিয়ে দেখার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতার।

তিনি বলেন, মমতা ব্যানার্জি যতক্ষণ ক্ষমতায় থাকবেন এ রাজ্যে ধর্ষণ, খুন হবেই। তাই শুধু জাস্টিস নয়, স্টেপ ডাউন মমতা। নদিয়ায় ধর্ষণ করে খুনের অভিযোগ প্রসঙ্গে দাবি শুভেন্দু অধিকারীর।

সেমিনার রুম চেঞ্জ হয়েছে, ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়েছিলেন। শ্মশানে অভয়ার মৃতদেহ তিন নাম্বার সিরিয়ালে থাকলেও নির্মল ঘোষ টাকা দিয়ে তড়িঘড়ি সৎকার করিয়েছেন।

বিনীত গোয়েলের পদক কেড়ে নেওয়া উচিত। আইনে বলা রয়েছে, ধর্ষকদের ফাঁসি দেবেন কিন্তু যারা প্রমাণ লোপাট করলেন তাদের কী হবে? ধর্ষণের প্রমাণ লোপাটে নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কালের তথ্য বার করুক সব বেরিয়ে যাবে।

এদিন একের পর এক ইস্যুতে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার ও শাসক শিবিরকে নিশানা শুভেন্দু অধিকারীর। আজ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত একটি বেসরকারি লজে বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ১৬তম শিক্ষক দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপকদের সম্বর্ধনা দেওয়া হয়। প্রতিটি শিক্ষাবিদদের অভয়ার স্মৃতির উদ্দেশ্যে একটি করে চারা গাছ এবং গীতা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী
দলনেতা শুভেন্দু অধিকারী, শিক্ষাবিদ শংকর গুছাইত, সমাজসেবী শুভজিৎ রায়, অমূল্য মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি রমা প্রসাদ গিরি।

অনুষ্ঠানে যোগ দিতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, একটা কথা বলবো, হিন্দুদের জন্য শেষ নির্বাচন ২৬। ৩১ সালে পশ্চিমবঙ্গে সুরাবর্দী খানের মতো আর একটা মুখ্যমন্ত্রী হবে। হিন্দু যদি ভাগ হও হিন্দু তুমি কোতল হবে বাংলাদেশের মতন। তাই জাগুন, এই শেষ নির্বাচন, শেষ সুযোগে একে তাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.