Suvendu, BJP, সরকারি অর্থে রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচির প্রচার, কটাক্ষ শুভেন্দুর

 “পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তর একটি পূর্ণাঙ্গ সরকারি দপ্তর, যা রাজ্যের করদাতা জনগণের টাকায় পরিচালিত। তাহলে, সেই দপ্তর একটি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচির প্রচার করে কী করে?” সোমবার সামাজিক মাধ্যমে এই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “দেশের একটি সাংবিধানিক সংস্থা ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পিসি, ভাইপো এবং তাদের কোম্পানি একটি রাজনৈতিক কর্মসূচি করবেন, যেখান থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুমকি, চমকানি চলবে।

এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাননীয়া সমাজমাধ্যম এক্স- এ একটি পোষ্ট করেছেন। এই কর্মসূচি কেন? কারণ নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া শুরু করেছে, যে প্রক্রিয়াকে মহামান্য সুপ্রিম কোর্ট তার রায়-এ সাংবিধানিক বাধ্যবাধকতা বলে স্বীকৃতি দিয়েছে।

আশ্চর্য জনক ভাবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ মাধ্যমে করা সেই পোস্ট শেয়ার করে প্রচার চালাচ্ছে। পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তর একটি পূর্ণাঙ্গ সরকারি দপ্তর, যা রাজ্যের করদাতা জনগণের টাকায় পরিচালিত। তাহলে, সেই দপ্তর একটি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচির প্রচার করে কী করে? না কি এখন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরেরও তৃণমূলীকরণ সম্পূর্ণ হয়েছে?

একটা সরকারি দপ্তরকে নির্বাচনের আগে মাননীয়া তার রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত করে সম্পূর্ণ রাজনৈতিক প্রচারের কাজে লাগাচ্ছেন, যা অসাংবিধানিক।

আমি অবিলম্বে এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও সাথে মহামান্য রাজ্যপালেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং এই বিষয়ে হস্তক্ষেপের দাবি করছি। প্রয়োজনে এই ঘটনার জন্য ঐ দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ব্যাখ্যা চাওয়ার সাথে সাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য অনুরোধ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.