আইএসএল আয়োজন নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং আয়োজক এফএসডিএলের দ্বন্দ্ব চলছে। এফএসডিএল জানিয়েছে, চুক্তি নবীকরণ না হওয়া পর্যন্ত তারা আইএসএল স্থগিত রাখছে। এই নিয়ে আগামী ২২ অগস্ট নতুন কোনও নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। সে দিন দুপুর ২টোয় চুক্তি সমস্যা নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
আইএসএল আয়োজন নিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চের কাছে আবেদন করেন আদালত বান্ধব গোপাল শঙ্করানারায়ণ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া প্রশাসন বিলকে মাথায় রাখা হয়েছে। এ ব্যাপারে সব পক্ষের মতামত শুনতে চায় তারা।
বিচারপতি নরসীমা জানিয়েছেন, রায় ঘোষণার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তখন ফেডারেশনের আইনজীবী রঞ্জিত কুমার জানান, গত সপ্তাহে জাতীয় ক্রীড়া নীতি পাস হয়েছে। সংবিধান চূড়ান্ত হওয়ার আগে সেটি নিয়ে বিবেচনা করা হবে কি না। বিচারপতি নরসীমা জানান, শীর্ষ আদালত ইতিমধ্যেই বিল পরীক্ষা করে দেখেছে এবং খসড়া সংবিধানে প্রয়োজনীয় বদল করেছে। এ বার সব পক্ষের মতামত শুনতে চায়।
আদালত বান্ধব শঙ্করনারায়ণ জানান, কয়েক মাস ধরে ফুটবলারেরা বেতন পাচ্ছেন না। লিগের ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়নি। তিনি জানান, যে হেতু চুক্তির মেয়াদ এখনও রয়েছে, তাই এফএসডিএল-কে তা পালন করতে হবে এবং আইএসএল আয়োজনের প্রস্তুতি নিতে হবে। যদি তা না করে, তা হলে সুপ্রিম কোর্ট ফেডারেশনকে নির্দেশ দিতে পারে চুক্তি বাতিল করার। সে ক্ষেত্রে টেন্ডার ডেকে নতুন সংস্থাকে আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে। আইএসএল না হলে বিভিন্ন ক্লাবের ফুটবলারেরা বেতন পাবে না। ফিফার শাস্তিও পেতে পারে ফেডারেশন।