সুপার কাপ ডার্বি সরাসরি: হেক্টরের গোলে এগিয়ে গেল মোহনবাগান, শুরু থেকে দাপট সবুজ-মেরুনের

২১ মিনিট। সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের

গোল খাওয়ার পরে শোধ করার সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। বাগান গোলরক্ষক কোনও রকমে বাঁচান। ফিরতি বলে গোল করতে পারেননি নন্দকুমার। 

timer শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৯:৫২ key status

১৯ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

এগিয়ে গেল মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের কর্নার থেকে গোল করলেন হেক্টর ইউস্তে। লাগাতার আক্রমণের ফসল তুলল সবুজ-মেরুন।  

timer শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৯:৪২ key status

৮ মিনিট। সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের

মোহনবাগান গোলরক্ষক অর্শ আনোয়ারের ভুলে সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি ক্লেটন সিলভা। 

timer শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৯:৩৬ key status

৩ মিনিট। বাতিল মোহনবাগানের গোল

শুরুতেই বাতিল হয়েছে মোহনবাগানের গোল। বক্সের মধ্যে কিয়ান নাসিরির থেকে বল পেয়ে গোল করেন আর্মান্দো সাদিকু। কিন্তু কিয়ান অফসাইডে থাকায় বাতিল করা হয় গোল। 

timer শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৮:৪১ key status

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, হিজাজি মাহের, হোসে পারদো, নিশু কুমার, সউল ক্রেসপো, শৌভিক চক্রবর্তী, বোরহা হেরেরা, নন্দকুমার, ক্লেটন সিলভা, হাভিয়ের সিভেরিয়ো।

timer শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৮:৩৬ key status

মোহনবাগানের প্রথম একাদশ

অর্শ আনোয়ার, ব্রেন্ডন হামিল, রাজ বাসফোর, হেক্টর ইউস্তে, আশিস রাই, গ্লেন মার্টিন্স, অভিষেক সূর্যবংশী, হুগো বুমোস, কিয়ান নাসিরি, দিমিত্রি পেত্রাতোস, আর্মান্দো সাদিকু।

timer শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৮:৩৩ key status

ডার্বি শুরুর আগে এগিয়ে ইস্টবেঙ্গল

ডার্বির আগে এগিয়ে ইস্টবেঙ্গল। শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে ড্র করলেই সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যাবে তারা। অন্য দিকে ড্র করলে বিদায় নিতে হবে মোহনবাগানকে। শেষ চারে যেতে হলে জিততেই হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.