২৮ পেরিয়ে এসেছেন ১০ বছর আগে, এখন তাঁর বয়স ৩৮ বছর। কিন্তু সুনীল ছেত্রীর (Sunil Chhetri) ভিতরের আগুন এখনও দাউদাউ করে জ্বলছে। গোল করাটা তাঁর কাছে জলভাত। বলে বলে আন্তর্জাতিক ম্যাচে তে-কাঠিত বল জড়িয়ে দেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) ভারত ৪-০ গোলে, পাকিস্তানকে (India vs Pakistan) উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) অভিযান শুরু করেছে। আর এই ম্যাচে সুনীলের পা থেকে এসেছে হ্যাটট্রিক। অসাধারণ ফর্মে রয়েছেন সুনীল। এই তিন গোলের সঙ্গেই সুনীলের ঝুলিতে চলে ১৩৮ ম্যাচে ৯০ গোল। সর্বকালীন আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় সুনীল চলে এলেন এখন চার নম্বরে। মালয়েশিয়ার মোক্তার দাহারিকে (Mokhtar Dahari) টপকে গেলেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’। ১৪২ ম্যাচে ৮৯ গোল ছিল দাহারির। তাঁকেই টপকে গেলেন সুনীল।
দেখে নিন সর্বকালীন গোলের রেকর্ডে প্রথম চারে কারা?
১) পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল, ২০০ ম্যাচে ১২৩ গোল)
২) ইরানের আলি দেই ( ১৪৮ ম্যাচে ১০৯ গোল)
৩) আর্জেন্টিনার লিয়োনেল মেসি (১৭৩ ম্যাচে ১০৩ গোল)
৪) ভারতের সুনীল ছেত্রী (১৩৮ ম্যাচে ৯০ গোল)
৫) মোক্তার দাহারি (১৪২ ম্যাচে ৮৯ গোল)
আর দু’বছর পর সুনীল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে দু’দশক পূরণ করবেন। ভারতের ফুটবল নক্ষত্র ২০০৫ সালের ১২ জুন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দেশের জার্সিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক করেছিলেন। তখন সুনীলের বয়স ছিল ২০ বছর। দলের মহাতারকা স্ট্রাইকার বাইচুং ভুটিয়া চোট পাওয়ায় কোচ সুখবিন্দর সিং দল গোছাতে নিদ্রাহীন রাত কাটাচ্ছিলেন। শেষপর্যন্ত সুনীলকে নিয়েই তিনি দল সাজিয়ে ছিলেন। সাদা জার্সিতে কুয়েতায় নেমেই ম্যাচে ছাপ রেখেছিলেন সুনীল। করেছিলেন গোল। আর সেদিনের সুনীল আজ ভারত অধিনায়ক। ভারত আন্তঃমহাদেশীয় কাপে অংশ নেওয়ার আগে সুনীল বলেছিলেন যে, তাঁর বিকল্প খুঁজে পাওয়া যাবে না। আর প্রতি ম্যাচেই সুনীল সেকথা প্রমাণ করে দিচ্ছেন। সুনীল বলেছিলেন, ‘আমি তো জীবাশ্ম হয়ে গিয়েছি। আমি দীর্ঘ সময় ধরে খেলছি। ঠিক এই কারণে আপনি আমার কোনও বিকল্প খুঁজে পাবেন না। তবে দলে অনেকে আছে, যারা ভবিষ্যতে ভালো করবে, আমার চেয়ে ভালো না করলেও, হয়তো আপনি সরাসরি আমার উত্তরসূরী এখন খুঁজে পাবেন না। আমি সেই বয়সেও নেই, যেখানে দলের অনান্য সিনিয়র প্লেয়াররা রয়েছে।’ সুনীল অবসর নিলে, তাঁর জায়গায় তাঁর মতো কাউকে পাওয়া সত্যিই কঠিন হয়ে যাবে।