ফের সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক। গোসাবা ব্লকের সাতজেলিয়া এবং ছোট্ট মোল্লাখালি দ্বীপে গাঁড়াল নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা এসে বাঘের খোঁজ শুরু করেন। তবে বাঘের পায়ের ছাপ মিললেও লোকালয়ে এখনও পর্যন্ত কোনও বাঘের দেখা মেলেনি।
স্থানীয় ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দফতর সূত্রে জানা গিয়েছে, সকালে চাষের কাজে যাওয়ার সময় স্থানীয় কয়েক জন নদীর চরে কাদার উপরে বাঘের পায়ের ছাপ দেখতে পান। সেই ছাপ লোকালয়ের দিকে এগিয়ে আসায় আতঙ্ক আরও বেড়ে যায়। ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা দফায় দফায় তল্লাশি চালিয়েও বাঘের খোঁজ পাননি। এমনি সাতজেলিয়া এবং ছোটমোল্লাখালিতে প্রশিক্ষিত কুকুর নামিয়েও অনুসন্ধান চালান বনকর্মীরা।
বাঘের পায়ের ছাপ নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা তাপস দাস বলেছেন, ‘‘খবর পাওয়ার পরই দুই দ্বীপে আমাদের দল পৌঁছেছে। নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ মিললেও লোকালয়ে বাঘের হদিস পাওয়া যায়নি। তবে এখনও তল্লাশি চলছে।’’