১৪ বছর পরে ক্ষমতার পালাবদলের বার্তা নিয়ে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‘জাদু সংখ্যা’ ৩২৬।জনমত সমীক্ষার ফল সত্যি হলে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজ়ারভেটিভ পার্টির (টোরি) দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ০৭:১০
কে ক’টি আসনে এগিয়ে
ভোটগণনা শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা পর প্রথম আসনে জয় লাভ করেছে ঋষি সুনকের দল কনজ়ারভেটিভ। এখনও পর্যন্ত মাত্র দু’টি আসনে জয়লাভ করেছে টোরিরা। অপর দিকে, কিয়ের স্টার্মারের দল লেবার পার্টি ৫০টি আসনে জয়লাভ করে ফেলেছে।
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ০৭:০৩
নতুন প্রধানমন্ত্রী দেখবে ল্যারি
১০, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের পোষা বিড়াল ল্যারি। ‘চিফ মাউসার’ও বটে। গত ১৪ বছরের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ল্যারিই এক মাত্র অপরিবর্তিত ডাউনিং স্ট্রিটে। ষষ্ঠ প্রধানমন্ত্রীকে দেখতে চলছে সে।
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ০৬:৫৭
প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে: ফারাজ
জনমত সমীক্ষা বলেছে, নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে পাবে ১৬ শতাংশ ভোট। ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই দলের সমর্থকদের প্রতি বার্তা দিয়েছেন ফারাজ। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, “প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে।” এখনও পর্যন্ত একটি আসনে জয়লাভ করেছে ফারাজের দল
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ০০:১৪
ভোটের ফল ঘোষণা কখন?
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় (ভারতে দুপুর সাড়ে ১২টা) শুরু হয়েছে ভোটগ্রহণ। চলেছে রাত ১০টা পর্যন্ত। তার পরেই শুরু হয়েছে গণনা। শুক্রবার সকালেই স্পষ্ট হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা কে হতে চলেছেন।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ২২:৪৫
এক নজরে নির্বাচন
১৯৪৫ সালের পর এই প্রথম বার জুলাই মাসে ভোট হচ্ছে ব্রিটেনে। এ বারের নির্বাচনে মোট ৪৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৪০ হাজার বুথে ভোটগ্রহণ হয়েছে। বিভিন্ন স্কুল এবং চার্চে বুথ গঠন করা হয়েছিল। মোট ভোটারের সংখ্যা চার কোটি ৮২ লক্ষ ১৪ হাজার ১২৮।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ২২:৪৪
জনমত সমীক্ষার পূর্বাভাস কী?
বেশ কয়েকটি সংবাদমাধ্যম এবং জনমত সমীক্ষার পূর্বাভাস, লেবার পার্টি এ বার ৪০০-র বেশি আসন পেয়ে ১৪ বছরের কনজ়ারভেটিভ শাসনের ইতি টানতে চলেছে। ৪৪ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কনজ়ারভেটিভরা ১০০-র নীচে নেমে শতাব্দীর সবচেয়ে খারাপ ফল করতে পারে বলেও পূর্বাভাস মিলেছে বিভিন্ন জনমত সমীক্ষায়। জনমত সমীক্ষা বলছে, লেবার পার্টি ৪০ শতাংশ ভোট পাবে, টোরিরা পাবে ২০ শতাংশ ও নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে পাবে ১৬ শতাংশ ভোট। অর্থাৎ, ভোট কেটে টোরিদের বড় ক্ষতি করতে চলেছে রিফর্মিস্টরা। লিবারেল ডেমোক্রেটিক পার্টির আসনও এ বার অন্তত তিন গুণ বেড়ে ৪০ ছুঁতে পারে বলে ইঙ্গিত রয়েছে বিভিন্ন সমীক্ষায়। লড়াইয়ে রয়েছে গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি-সহ ছোট–বড় প্রায় ৯৮টি রাজনৈতিক দল এবং নির্দলেরাও। ইতিহাস বলছে, ভারতের মতোই ব্রিটেনেও বিভিন্ন জনমত সমীক্ষার ফল অতীতে ভুল প্রমাণিত হয়েছে।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ২২:৪৪
ভোটের বিষয়
ব্রেক্সিট–পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সমস্যা-সহ সাম্প্রতিক সময়ে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ব্রিটেনের জনগণ বিরক্ত বলে জনমত সমীক্ষাগুলির ইঙ্গিত। তা ছাড়া টানা ১৪ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিও রয়েছে ‘প্রতিষ্ঠানবিরোধী ক্ষোভ’। পাশাপাশি, গত পাঁচ বছর ধরে টোরিদের অন্তর্দ্বন্দ্ব, তিন বার প্রধানমন্ত্রী বদলের প্রভাবও পড়তে পারে ভোটে। অন্য দিকে, লেবারদের ক্ষেত্রে সমস্যা হতে পারে তাঁদের অ-শেতাঙ্গ ভোটব্যাঙ্কে ভাঙন। স্টার্মার গাজ়া হামলায় ইজ়রায়েলকে সমর্থন এবং অভিবাসন বিরোধী কড়া অবস্থান প্রকাশ করে সেই পথ প্রশস্ত করেছেন ইতিমধ্যেই। যার জেরে গত এক বছরে লেবার পার্টির সদস্যসংখ্যা কমেছে দু’লক্ষের বেশি! যা প্রায় ৪০ শতাংশ।