Sumit Antil | Paris Paralympics 2024: নীরজ পারেননি, করে দেখালেন সুমিত! ঐতিহাসিক রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা

১৪০ কোটি দেশবাসীর মুখে প্রতিনিয়ত হাসি ফোটাচ্ছেন ভারতীয় প্যারালিম্পিয়ানরা। সোম রাতে প্যারা জ্য়াভলিন থ্রোয়ার সুমিত আন্তিল (Sumit Antil) ইতিহাস লিখলেন। প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) সোম রাতে সুমিতের বর্শামঙ্গলে এল সোনা। টোকিও প্যারালিম্পিক্সে সোনা জেতা সুমিত তাঁর সোনা ধরে রাখলেন। সোনিপতের ছেলে এদিন এফ ৬৪ ক্য়াটেগরিতে ৭০.৫৯ মিটার দূরে জ্য়াভলিন পাঠিয়ে শুধু সোনাই জিতলেন না, প্যারালিম্পিক্স রেকর্ডও করলেন। ভারতীয় শ্য়ুটার অবনী লেখারার (Avani Lekhara) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সুমিত পরপর দুই প্যারালিম্পিক্সে গলায় ঝোলালেন স্বর্ণপদক। প্যারিস অলিম্প্রিক্সে নীরজ চোপড়াকেও (Neeraj Chopra) রুপোয় সন্তুষ্ট হতে হয়েছিল। তিনিও পারেননি প্রত্য়াশা পূরণে। সেখানে সুমিত করে দেখালেন। 

৩টি সোনা, ৫টি রুপো ও ৬ ব্রোঞ্জ নিয়ে ভারতের ঝুলিতে এখন ১৪টি পদক। চিন, গ্রেট ব্রিটেন, আমেরিকা ও ব্রাজিলের পর ভারত এখন পদকতালিকায় পাঁচে। এদিন দুপুরেই নীতেশ কুমার ব্য়াডমিন্টন থেকে সোনা জিতেছেন। একই দিনে ভারতের ঝুলিতে এল জোড়া সোনা। বলাই বাহুল্য় যে, ভারত যে আরও পদক পাবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.