রাজ্যে পঞ্চায়েত ভোটে লাগামহীন হিংসার বিরুদ্ধে এবার দিল্লিতে গিয়েও সোচ্চার হলেন বিজেপি সাংসদরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় ঘটে যাওয়া সন্ত্রাসের বিরুদ্ধে দিল্লিতে সংসদ ভবনের বাইরে গান্ধীর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় পদ্মশিবিরের সাংসদরা।
বাংলায় ভোটে হিংসার জন্য শাসক দল তৃণমূলকে দায়ী করে আওয়াজ তোলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, এস এস আলু ওয়ালিয়ারা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন সন্ত্রাস দেখেছে বাংলা। জেলায় জেলায় ভোটের হিংসায় বলি হয়েছে তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএফস সহ সব রাজনৈতিক দলের কর্মীরাই। ভোটের নামে লুটতরাজ চলেছে বুথে বুথে। আর এর জন্য শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা। বাংলায় ভোটে লাগাম ছাড়া সন্ত্রাস হয়েছে অভিযোগ তুলে বিজেপি গতকাল কলকাতা শহরে মহা মিছিল করেছে। এবার এই ঘটনার প্রতিবাদে তারা সরব হলেন দেশের রাজধানীতেও।
সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা গান্ধী মূর্তির পাদদেশে একত্রিত হয়ে বাংলায় তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন। তৃণমূলের মদতেই পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন সন্ত্রাস চলছে বলে দাবি করেছেন পদ্ম সাংসদরা। এদিনের এই বিক্ষোভ প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের নির্দেশে যেভাবে বিডিও, থানার আইসিরা ভোট লুট করেছে সেটা মানা যায় না। তৃণমূলের অঙ্গুলি হেলনেই ভোট লুট হয়েছে। এখনো পর্যন্ত ৫৫ জনেরও বেশি মানুষ মারা গেছেন পশ্চিমবঙ্গে। এই মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, তার অঙ্গুলি হেলনেই সমস্ত ঘটনা ঘটেছে।