রাম নবমীর মিছিলে হামলার ঘটনায় হাওড়া এবং রিষড়াতে যে অশান্তি হয়েছিল সেটা পুরোপুরি পূর্ব পুরিকল্পিত ছিল। পুরো বিষয়টি বিজেপির বৈঠকে আলোচনা হয়েছিল। নবান্ন বসে এমনই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মু্খ্যমন্ত্রীর এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে সুকান্ত মজুমদার বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে এর প্রমান না দিতে পারলে তাঁরা আদালতে যাবেন।
রাজ্যে ক্ষমতায় আসতে অশান্তি বাড়াও। জাতিগত দাঙ্গা লাগাও, নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এর পরেই ২৪ ঘন্টার মধ্যে তাঁর এই দাবির প্রমাণ দিতে হবে, না হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বিজেপি বলে চ্যালেঞ্জ ছুঁড়ে টুইট করে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তিনি সাংবাদিক বৈঠকে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন, তিনি যা বলেছেন, তার প্রমাণ ২৪ ঘণ্টার মধ্যে তাকে দিতে হবে, না হলে বিজেপি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে।” সুকান্ত আরও লিখেছেন, “আপনি যদি সূর্যের দিকে চেয়ে থুথু ফেলেন তবে তাতে আপনার মুখ পুড়বে।”
সুকান্ত নিজের পোস্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশ জুড়ে দিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, “হাওড়া, রিষড়ায় যে ঘটনা ঘটেছে তা পরিকল্পিত। দেশের ১০০টি জায়গায় যে অশান্তি হয়েছে তা পরিকল্পিত। বিজেপি নিজেদের মিটিংয়ে বলেছে সাম্প্রদায়িক দাঙ্গা বাড়াও জাতি দাঙ্গা বাড়াও। তিনি আরো বলেছেন, দরকার হলে উত্তরবঙ্গে পাহাড়ে আন্দোলনকে পরোক্ষ সমর্থন কর। কারণ যে করেই হোক জিততে হবে। এভাবে কী জেতা যায়? গণতন্ত্রের মানুষকে বিশ্বাস করতে হয়।”