“আজ, আমরা ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ প্রাণ এবং শহিদদের স্মরণ করছি।” বুধবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “আমরা সেই সাহসী নিরাপত্তা কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যাঁদের অটল বীরত্ব, আত্মত্যাগ এবং দ্রুত পদক্ষেপ অসংখ্য জীবন বাঁচিয়েছে এবং আমাদের জাতিকে রক্ষা করেছে। তাঁদের অসাধারণ বীরত্ব, অকল্পনীয় বিপদের মুখে অটল থাকার প্রবণতা এবং কর্তব্যের প্রতি অটল অঙ্গীকার ভারতের সম্মিলিত স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে।
তাঁদের উত্তরাধিকারকে সম্মান জানাতে গিয়ে, আমরা সতর্ক, ঐক্যবদ্ধ এবং একটি জাতি হিসেবে আমাদের সংজ্ঞায়িত মূল্যবোধগুলিকে উন্নত রাখার জন্য আমাদের সংকল্পের কথা পুনরায় মনে করি। জয় হিন্দ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়!”

