এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের গুন্ডামী বরদাস্ত করা হবে না। যারা গুন্ডামি মাস্তানি করার কথা ভাবছেন তারা ভোটের দিন বাড়িতে বসে থাকবেন। গঙ্গারামপুরে নির্বাচনী প্রচার শুরু করে তৃণমূলের বিরুদ্ধে বিরুদ্ধে এভাবেই বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তোপ দাগেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের মস্তান গুন্ডারা চুপ করে বাড়িতে বসে থাকবেন; তা না হলে কান মুলে দেওয়ার ব্যবস্থা করব। নো গুন্ডামি, নো মস্তানি। শিক্ষিত মানুষরা গুন্ডামি করতে শুরু করলে ভালো ভালো গুন্ডাদের অবস্থা খারাপ হবে। আমাকে গুন্ডামি করতে বাধ্য করবেন না।
এদিনের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুত সরব হন সুকান্ত মজুমদার। স্লোগান দেন “চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি।”
লোকসভা নির্বাচনে তৃণমূল গুন্ডামি করতে এলে ফল ভালো হবে না বলে সরাসরি হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা নির্বাচন করা হবে। দিদির পুলিশ দিয়ে করা হবে না। কাজেই ভোট লুঠের কোনও অবস্থা থাকবে না। এই নির্বাচনে গঙ্গাপুর থেকে আমি অন্তত পঞ্চাশ হাজার ভোটে লিড চাই। তিনি প্রতিশ্রুতি দেন, সাংসদ হিসেবে পুনর্নির্বাচিত হলে গঙ্গারামপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় এনে নতুন করে গড়ে তুলবেন।