বিজেপির রাজ্য দপ্তরে বৈঠক চলাকালীন বঙ্গ বিজেপির সেনাপতি সুকান্ত মজুমদারের গাড়িতে ধাক্কা মারল একটি অন্য গাড়ি। সেই গাড়িটি আবার রাজ্য সরকারের। সভা চালাকালীন কনভয়ের গাড়িগুলো দাঁড়িয়েছিল দপ্তরের বাইরে। অভিযোগ, সেই সময় রাজ্য সরকারের গাড়িটি ধাক্কা মারে।
শুক্রবার বিকেলে রাজ্য দপ্তরে বৈঠক ছিল বিজেপি নেতৃত্বের। সেই বৈঠকে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ছিলেন সুনীল বনসল, মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য। সেই বৈঠক চলাকালীন বিজেপির রাজ্য দপ্তরের সামনেই এই ঘটনাটি ঘটে।
জানাগেছে, সুকান্ত মজুমদারের কনভয়ের পাইলট গাড়িতে ধাক্কা মারে রাজ্য সরকারের একটি গাড়ি। ওই গাড়িটি নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির। যখন দুর্ঘটনাটি ঘটে তখন ওই পাইলট গাড়িতে বসেছিলেন কয়েকজন। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন তারা। ছুটে আসেন সুকান্ত মজুমদারের
নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও।
রাজ্য সরকারের গাড়ি থেকে চালককে নামিয়ে আনা হয়, তাকে ঘিরে ধরে নানা প্রশ্ন করেন সুকান্তবাবুর
নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, তাদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি শুরু করে ওই চালক। পরে পরিস্থিতি সামাল দেয়
সুকান্তবাবুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা। চালককে ঘিরে ফেলা হয়, সেই সময় সে ভুল স্বীকার করে। চালক জানান, রাস্তার দু’পাশে অনেক গাড়ি থাকায় অল্প জায়গার মধ্যে দিয়ে গাড়ি ঘোরাতে গিয়ে ধাক্কা লেগে যায়। বেশ কিছুক্ষণ চালকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ছেড়ে দেন নিরাপত্তা কর্মীরা।
ছাড়া পেয়ে চালক গাড়ি নিয়ে চলে যান নব দিগন্ত ভবনের দিকে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছাড়ায় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।