দীর্ঘ লড়াই চালিয়ে শেষ পর্যন্ত গড় রক্ষা করে জয়ের হাসি হাসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার গণনার শুরু থেকেই পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু সুকান্ত মজুমদার বার বার দাবি করে গিয়েছেন তিনি জিতবেন। শেষ হাসি তিনি হাসবেন। রাজ্যে সবুজ ঝড় উঠলেও বালুরঘাটকে শক্ত হাতে ধরে রাখলেন বঙ্গ বিজেপির যুব সেনাপতি সুকান্ত মজুমদার।
বালুরঘাট আসন দখল করতে তৃণমূল ময়দানে নামিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের অভিজ্ঞ নেতা বিপ্লব মিত্রকে। যিনি বর্তমান রাজ্য মন্ত্রিসভার সদস্যও বটে। একটা সময় মনে হয়েছিল তারা তাদের এই কৌশল কাজে লেগেছে। কারণ গণনার প্রথম পর্ব থেকে ধীর গতিতে এগোতে শুরু করেছিল তৃণমূলের বিপ্লব মিত্র। কিন্তু দুপুরে গণনা কেন্দ্রের বাইরে এসে বিজেপি সভাপতি দাবি করেছিলেন, “তৃণমূল যে এলাকায় শক্তিশালী সেই এলাকার কাউন্টিং চলছে। এরপর আমাদের শক্তি বেশি সেই এলাকার কাউন্টিং শুরু হবে এবং তখন থেকেই আমরা এগোবো।’ বিজেপি সভাপতির অনুমান সঠিক প্রমাণ করে বালুরঘাটে দুপুরের পর থেকে এগোতে শুরু করেন তিনি। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দুর্গ রক্ষা করেন বিজেপি সভাপতি। শেষ পর্যন্ত ১০ হাজারের কিছু বেশি ভোটে জিতেছেন সুকান্ত মজুমদার। মাঝের ১৩ রাউন্ড গণনার পর থেকে আর কোনো সরকারি কাগজ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিক সম্মেলনে দাবি করেন এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে। তারপর থেকে তাকে আর কাগজ দেওয়া হচ্ছে না বলে জানান তিনি। কিন্তু গণনা শেষ হয়ে গিয়েছে তিনি জিতেও গিয়েছেন তবুও তাকে জয়ের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। পরে অবশ্য তাকে জয়ী বলে ঘোষণা করা হয়।
২০১৯- এ প্রথমবার বালুরঘাটে বিজেপি প্রার্থী হয়ে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ কে ৩৩ হাজারের কিছু বেশি ভোটে পরাজিত করেছিলেন সুকান্ত মজুমদার। সাংসদ হিসেবে ভালো কাজ করে শ্রেষ্ঠ সাংসদের পুরস্কার পেয়েছেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাকে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি করা হয়। প্রাক নির্বাচনী পর্বে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়েছেন এই যুব সেনাপতি। সেই পরিশ্রমের ফল সেভাবে না পেলেও শেষ পর্যন্ত নিজের গড় রক্ষা করতে সক্ষম হয়েছেন তিনি।
লোকসভা নির্বাচনে গোটা বাংলার মধ্যে বিশেষত উত্তরবঙ্গের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বালুরঘাট। ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক মহলের বিশেষ নজরে ছিল এই কেন্দ্র। প্রার্থী ঘোষণা থেকে প্রচার, ভোটের দিনও একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বালুরঘাট কেন্দ্র। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয় বালুরঘাটে।