সংসদের অন্দরে কেমন কাজ করেছেন সাংসদরা, প্রতিবছর তার মূল্যায়ন করে একটি বিশেষ কমিটি। সেখানে সংসদে সাংসদদের উপস্থিতি, বিভিন্ন বিতর্কে অংশগ্রহণের মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এই পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হয় সাংসদ রত্ন পুরস্কার। ২০২৩ সালেও দেওয়া হল সাংসদ রত্ন পুরস্কার। মোট ১৩ জন সাংসদ ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের দুজন সাংসদ এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন বালুরঘাটের বিজেপি সংসদ সুকান্ত মজুমদার ও বহরমপুর কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সুকান্ত মজুমদার এই পুরস্কার পেয়েছেন প্রথমবারের এমপি বিভাগে। এই পুরস্কার তিনি রাজ্যবাসীর উদ্দ্যেশ্যে উৎসর্গ করেছেন বলে জানিয়েছেন।
২০১৯ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন সুকান্ত মজুমদার। বিজেপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেন। সাংসদ হয়ে পুরস্কার পাওয়ার পরে স্বাভাবিকভাবে খুশি তিনি। তাঁর কথায়, তাঁকে যে দায়িত্ব তার লোকসভার মানুষ দিয়েছেন তা পালন করার তিনি চেষ্টা করেছেন। এই পুরস্কার তাকে আগামী দিনে বালুরঘাটের মানুষের উন্নয়ন করার জন্য অনুপ্রাণিত করবে।
অন্যদিকে এই পুরস্কার পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লিখেছেন, “সাংসদ রত্ন সম্মানে সম্মানিত হয়ে আজ আমি উৎসাহিত এবং গর্বিত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভার গণদেবতার আশীর্বাদে সংসদে পৌঁছে নিজেকে দেশ জাতী ও জনগণের সেবায় নিয়োজিত করেছিলাম। এরপর লোকসভা কক্ষে বিগত কয়েক বছরে ৩২টি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমার লোকসভা ক্ষেত্র, রাজ্য এবং দেশের স্বার্থে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ে মোট ৫২২টি প্রশ্ন উপস্থাপন করেছি। এর সাথে সংসদে পাঁচটি বিল উত্থাপন যা আমার দেশ তথা রাজ্যের নাগরিক সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। এই সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। এই সাংসদ রত্ন সম্মান আমি আমার রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম।” হরিয়ানার রাজ্যপাল সুকান্ত বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাতে এই পুরস্কার তুলে দেন।
শনিবার এক অনুষ্ঠানে বাংলার দুই সংসদ সহ মোট ১৩ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়ালের সভাপতিত্বে এবং ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস কৃষ্ণমূর্তির সহ-সভাপতিত্ত্বে বিশিষ্ট সাংসদ এবং সুশীল সমাজের সদস্যদের নিয়ে গঠিত এক জুড়ি কমিটি এই পুরস্কার প্রাপকদের মনোনীত করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের পরামর্শে এই পুরস্কার প্রদান শুরু হয়েছিল। তারপর থেকে সেটা এখনো চলছে।
এই উপলক্ষে আগামীকাল কলকাতায় বড় সংবর্ধনার আয়োজন করেছে বিজেপির রাজ্য নেতা এবং কর্মীরা। দমদম বিমানবন্দরেই সুকান্ত মজুমদারকে সম্বর্ধনা জানানো হবে। এরপর এরপর কয়েক হাজার বাইকের মিছিল করে রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হবে রাজ্য অফিসে। এরপর সেখানে হবে মূল অনুষ্ঠান।