ইতিহাস সাক্ষী বহু বাঙালি রাজনীতিবিদদের অনাড়ম্বর জীবন যাপনের। এবার সেই তালিকায় নয়া সংযোজন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও সম্প্রতি রাজ্য রাজনীতিতে রাজনৈতিক নেতাদের আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতে দেখতে অভ্যস্ত রাজ্যবাসী। আর সেখানেই নিজেকে ব্যতিক্রমী হিসেবে তুলে ধরেছেন তরুণ নেতা সুকান্ত। শুধুমাত্র সাধারণ মানুষের অসুবিধের কথা ভেবেই নিজের গাড়ির বদলে টোটো চেপে পরিবার নিয়ে ঠাকুর দেখলেন সুকান্ত মজুমদার।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে শীর্ষ পদে থাকা মানুষের আড়ম্ভরপূর্ণ জীবন দেখতেই এখন অভ্যস্ত মানুষ। সেখানে দাঁড়িয়ে ভিন্ন ছবি দেখালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বরাবরই তার অনাড়ম্বর জীবন যাপন আলোচনার কেন্দ্রবিন্দু থেকেছে। কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও ব্যক্তি জীবনে আর পাঁচটা বাঙালির মতোই তিনি চলাফেরা করেন। বিশেষত নিজের শহর বালুরঘাটে গেলে অধ্যাপককে সাধারণ মানুষের থেকে আলাদা করে বোঝা মুশকিল হয়ে যায়। এবার সুকান্ত মজুমদারকে অষ্টমীর সন্ধ্যায় সপরিবারে দেখা গেল টোটো করে ঠাকুর দেখতে।
অষ্টমীর দিন সন্ধ্যায় বালুরঘাট শহরের বিভিন্ন মন্ডপে টোটোয় চেপে ঠাকুর দেখতে যান বিজেপি সাংসদ। স্ত্রী দুই কন্যাকে নিয়ে শহরের মন্ডপে মন্ডপে ঠাকুর দেখেন বিজেপি নেতা। এদিকে সাংসদকে এতো কাছে পেয়ে সেলফির আবদার করেছেন বহু মানুষ। অবলীলায় সেই আবদারও মিটিয়েছেন সুকান্তবাবু।
সাংবাদিকদের তিনি বলেন, “পুজোর কয়েকটা দিন পরিবারের সঙ্গেই থাকি। বালুরঘাট শহরের অনেক রাস্তাই খুব ছোট। গাড়ি নিয়ে বেরলে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে টোটো সব জায়গায় পৌঁছে যায়। তাই টোটো করেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এটা আমার নিজের শহর এখানে আমার নিরাপত্তা নিয়ে কোন ভাবনা নেই।”