পুজো দখল ইস্যুতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির বিসর্জন হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন। এর পাল্টা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্য বিজেপির বিসর্জনের কোনো সম্ভাবনা নেই বরং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন মোটামুটি ভাবে পাকা হয়ে আছে।
উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার অভিযোগ করেছেন, বিজেপি পুজোর দখল নেওয়া চেষ্টা করছে, কিন্তু এভাবে বাংলার পুজোকে দখল করা যাবে না। তিনি আরো বলেছেন, দুর্গা পুজোর বিসর্জনের সঙ্গে রাজ্য বিজেপির বিসর্জন হবে। এর পাল্টা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি কোনো পুজো দখল করার চেষ্টা করছে না। আর বিজেপির বিসর্জন অত সহজে হবে না। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এ বছর বিসর্জন হবে কিনা সেটা মোটামুটি ঠিক হয়ে আছে। তিনি কটাক্ষ করে বলেছেন উনি( সুদীপ বন্দ্যোপাধ্যায়)কি এবার উত্তর কলকাতার টিকিট পাবেন? সেটা আগে উনি সামলান।
নিউমার্কেট বিজনেস অ্যান্ড ইয়ং সোসাইটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। দুর্গা পুজোর অনুমতি না দেওয়া নিয়েও তিনি রাজ্য পুলিশ প্রশাসনকে তোপ দাগেন।
এন্টালির দুর্গা পুজোর উদ্বোধনে এসে রাজ্যে বিজেপির সভাপতি জানান, এই পুজো করার জন্য বিজেপি অনেক বার আবেদন করেও অনুমতি পায়নি। রাজ্য সরকার ও রাজ্য পুলিশ বারবার বাধা দিয়েছে। এখানকার বিজেপি কর্মকর্তারা শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছিলেন। আদালত এই পুজো করার নির্দেশ দিয়েছে। তাই অল্প সময়ের মধ্যে কর্মকর্তারা ছোট করে পুজোর আয়োজন করছেন। তবে আগামী দিনে এই পুজো বড় করে আয়োজন করা হবে। সুকান্ত বলেন, এর থেকে আরো একবার প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে দুর্গাপুজো করতে বাধা দেয়, আর সেই বাধা অতিক্রম করে বিজেপি এই পুজো করছে।