রাহুল দ্রাবিড়ের বড় ছেলে অন্বয় দ্রাবিড়ের ৮২ রানের অপরাজিত ইনিংসে ভর করে বিনু মাঁকড় ট্রফিতে জয় পেল কর্নাটক। চাপের মুখে ব্যাট হাতে দলকে সামনে নেতৃত্ব দিলেন কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। অন্য ম্যাচে ব্যর্থ হলেন বীরেন্দ্র সহবাগের বড় ছেলে আর্যবীর সহবাগ।
প্রথমে ব্যাট করে হিমাচল প্রদেশের অনূর্ধ্ব-১৯ দল করে ৫ উইকেটে ২৩৫ রান। জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় কর্নাটক। ৪৪ রানে ৩ উইকেট হারায় তারা। এর পর দলের ইনিংসের হাল ধরেন চার নম্বরে নামা অধিনায়ক অন্বয়। তিনি জুটি বাঁধেন পাঁচ নম্বরে নামা সিদ্ধার্থ অখিলের সঙ্গে। অন্বয়ের ৯৩ বলের ইনিংসে রয়েছে ৬টি চার এবং ২টি ছয়। সিদ্ধার্থ খেলেন ৭৯ বলে ৭৫ রানের ইনিংস। মারেন ৪টি চার এবং ৪টি ছক্কা। চতুর্থ উইকেটে জুটিতে তাঁরা তোলেন ১৪৪ রান। সিদ্ধার্থ আউট হয়ে গেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক অন্বয়। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন রেহান মহম্মদ (২১)।
অনূর্ধ্ব-১৭ পর্যায়ের ক্রিকেট থেকেই নজর কাড়ছেন ভারতীয় দলের প্রাক্তন কোচের বড় ছেলে। বাবার মতো অন্বয়ও মিডল অর্ডার ব্যাটার এবং উইকেটরক্ষক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন অন্বয়। কিন্তু চোটের জন্য ম্যাচ খেলা হয়নি তাঁর। এখনও সিনিয়র পর্যায়ের কোনও ম্যাচ খেলেননি তিনি।
অন্বয় নজরকাড়া ইনিংস খেললেও বিনু মাঁকড় ট্রফির অন্য ম্যাচে ব্যর্থ হলেন আর্যবীর। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ওপেন করতে নেমে ২ রান করে আউট হয়ে যান তিনি। দিল্লির ২৩০ রানের জবাবে উত্তরপ্রদেশ ৪৬.৩ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান তুলে ম্যাচ জিতে নেয়।