মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার শুভেন্দুবাবু ‘এক্স’-এ লিখেছেন, “ভাইপোও দুবাই যায়, পিসিমণিও দুবাই যান! কে জানে! কি মধু রয়েছে দুবাইয়ে?
যাই হোক ১১ দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন। খুব ভালো কথা, আগামী ১১ দিন পশ্চিমবঙ্গের মানুষ আপনার আবোল তাবোল কথা বার্তা থেকে একটু বিশ্রাম পাবে। তবে করদাতাদের টাকায় ১১ দিন দুবাই-মাদ্রিদ ইত্যাদি শুধু বেড়িয়ে আসলে চলবে না। আপনার ভ্রমণ বিলাস থেকে যদি পশ্চিমবঙ্গের জন্য গঠনমূলক কিছু উৎপন্ন না হয়, তবে বিধানসভায় কড়ায়-গন্ডায় বুঝে নেবো, ঠিক যেমন ‘পশ্চিমবঙ্গ দিবস’ আলোচনার দিন বুঝে নিয়েছিলাম।”
প্রসঙ্গত, এদিন সকালে একদল পারিষদকে নিয়ে দুবাই ও মাদ্রিদ সফরে যান মুখ্যমন্ত্রী। বিদেশযাত্রায় তিনঘন্টা দেরি হয়ে যায়৷ মঙ্গলবার সকালে কলকাতা থেকে দুবাই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু সরকারি তরফে জানা যায় যে বিমানে নির্ধারিত সময় যাত্রা শুরু হয়নি৷ দেরি হয়ে যায় প্রায় তিনঘণ্টা।