মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে সমস্ত বিদ্যালয়ে নতুন বছরের প্রথম সপ্তাহটিকে ছাত্র সপ্তাহ হিসাবে পালনের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী গঙ্গাজলঘাঁটি ব্লকের ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ উপলক্ষে সোমবার থেকে শনিবার পর্যন্ত বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ পালিত হচ্ছে। এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি রেখেছেন যা একেবারই ব্যতিক্রমী বলা চলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ ঘোষ বলেন, আমাদের বিদ্যালয়ে প্রান্তিক পরিবারের ছেলে মেয়েরাই পড়ুয়া হিসেবে সংখ্যায় বেশি। তাদের চোখের সামনে অনেক কিছু অজানা অচেনা। তাই সেইসব বিষয়গুলো ওদের চোখের সামনে তুলে ধরার ব্যবস্থা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন সাহিত্যিক, সাংবাদিক, গবেষক ইত্যাদি আইকনিকদের এনে ২ ঘন্টা তাদের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিখ্যাত উপন্যাসিক ত্রিলোচন ভট্টাচার্য এসেছিলেন, এসেছিলেন সাংবাদিক গবেষক শিক্ষাবিদরাও।
বৃহস্পতিবার এমনই একজন কবি সূর্য সেনের হাত ধরে বিদ্যালয়ের দেওয়াল পত্রিকার উদ্বোধন করা হয়। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে কচিকাঁচা ছাত্রত্রীরাই সুন্দর করে সাজিয়েছে পত্রিকাটিকে। প্রধান শিক্ষক বিশ্বনাথ বাবু বলেন, সব ছাত্রছাত্রীদের লেখা বা অঙ্কন স্থান না পেলেও প্রত্যেক পড়ুয়ার হাতের ছাপ রয়েছে পত্রিকার প্রচ্ছদ পটে।
স্থানীয় পঞ্চায়েত প্রধান তারাশঙ্কর মন্ডল বলেন, বিদ্যালয়ের পরিবেশ, পঠনপাঠনে শিক্ষকদের ভূমিকা দেখে ভীষন খুশি। বিদ্যালয়ে বড়ো সমস্যা পানীয় জলের। এখানে যে নলকূপ রয়েছে তাতে ভীষণ রকম ফ্লোরাইড রয়েছে। ছাত্র শিক্ষক অভিভাবক সকলেই অভিযোগ করেন বহুদূর থেকে জল এনে মিড ডে মিলের রান্না করতে হয়। তারাশঙ্কর বাবুর কাছে সকলের দাবি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য। তিনি বলেন, শীঘ্রই দূরে কোথাও সাবমার্সিবেল বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে জল আনা হবে স্কুলে।