২রা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত চলবে শিক্ষার্থী সপ্তাহ। শিক্ষার্থী সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ আজ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর চক্রের অন্তর্গত পলশিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রারম্ভিক সমাবেশের পর কচিকাঁচাদের নতুন শ্রেণিতে সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য যেমন শুভেচ্ছা জানানো হয় ঠিক তার পাশাপাশি কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র, নতুন বই, খাতা ও মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো নতুন বছরের শুভেচ্ছা বার্তা।
যথাযথভাবে হাত ধোওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা আলোচনা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন, সারা সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি যেমন হাতের কাজ, টিএলএম তৈরি, গল্প বলা, কুইজ, রিডিং পড়া, দেওয়াল পত্রিকা প্রকাশ প্রভৃতি আয়োজনের মাধ্যমে এই শিক্ষার্থী সপ্তাহ পালন করা হবে।