পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে টোটো উল্টে জখম হল এক মাধ্যমিকের ছাত্রী। জখম হয়েছেন তার মা’ও। তাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার্থীর নাম অর্পিতা মণ্ডল। বাড়ি বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে। সে কুসুম্বা হাইস্কুলের ছাত্রী। বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। সেই জন্য কুসুম্বা থেকে মায়ের সঙ্গে টোটো চড়ে রামপুরহাট রেলওয়ে আদর্শ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। আখিরা মোড়ের কাছে উল্টে যায় টোটো। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ তৎপরতার সঙ্গে ছাত্রী ও তার মাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ছাত্রীর কপালে তিনটি সেলাই দিতে হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপরেই তড়িঘড়ি হাসপাতালেই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয়।
জেলা পরিষদের সভাধিপতি মনোনীত নমিনি মিরাজ খান বলেন, “ছাত্রীর দুর্ঘটনার খবর পেয়েই আমরা হাসপাতালে পৌঁছে যাই। সেখানে ছাত্রীর আঘাতের গুরুত্ব বিবেচনা করে তড়িঘড়ি হাসপাতালের শয্যাতেই তার পরীক্ষার ব্যবস্থা করি। ওই ছাত্রী হাসপাতালে বসেই ভালো পরীক্ষা দিয়েছে”।