ফের ভিডিও ভাইরাল দক্ষিণ দিনাজপুরে। ব্লক তৃণমূল সভাপতির পরে এবারে জেলা তৃণমূল সভাপতির দুর্নীতির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রবিবার যে ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে। যা নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে কার্যত অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করে একটি টুইটও করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা নিয়েও রীতিমতো আলোড়ন পড়েছে রাজ্য রাজনীতিতে।
প্রসঙ্গত, এদিন বিকেলে জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটি ভিডিও প্রকাশ করতে দেখা যায়। মুহূর্তেই যে ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওর একটিতে দেখা যাচ্ছে জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার বিছানায় শুয়ে কারো সাথে কথা বলছেন। যেখানেই অঞ্চল সভাপতির জন্য ১০ লক্ষ টাকা দিতে চাইছেন মোবাইলের ওপারে থাকা কোনো ব্যক্তি। চালুন অঞ্চলের দাবি জানানো হলেও, মৃণাল বাবু দুই এর তিন বেলবাড়ি অঞ্চলের সভাপতি করবার প্রস্তাব দেন। যে অঞ্চলের গুরুত্ব অনেক বেশি রয়েছে এমনটাও বলতে শোনা যাচ্ছে জেলা তৃণমূল সভাপতিকে। শুধু তাই নয় দ্বিতীয় ভাইরাল হওয়া ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে, জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার তার অপর এক সাগরেদ নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে মদ্যপানে মেতে উঠেছেন। এদিন যে ভিডিও ভাইরাল হতেই রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে।
এদিকে এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে রাজনীতির ময়দানে নামতে পিছপা হয়নি বিজেপিও। জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকারের তোলাবাজি এবং অপসংস্কৃতির কড়া সমালোচনা করে একটি টুইট করতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। যা নিয়ে কার্যত অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। যদিও জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকারের দাবি, পুরনো ভিডিও সামনে এনে ভোটের মুখে নোংরামি করছে বিজেপি।
উল্লেখ্য, নব জোয়ার কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় পা দেওয়ার আগেই তপন ব্লকের তৃণমূল সভাপতি অনাদি লাহিড়ীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে চাকরি করে দেবার নাম করে প্রকাশ্যে টাকা নিতে দেখা যাচ্ছিল ব্লক সভাপতিকে। যে ভিডিও প্রকাশ্যে আসবার পরেই কার্যত অস্বস্তিতে পড়েছিল তৃণমূল শিবির। অনাদি লাহিড়ীকে পদ থেকে সরানো না হলেও দলের সমস্ত কাজকর্ম থেকে একপ্রকার নিষ্ক্রীয় করে রাখা হয়েছে দলের তরফে। এরই মাঝে পঞ্চায়েত ভোটের মুখে এবারে ভাইরাল হয়েছে জেলা তৃণমূল সভাপতির ভিডিও। যা নিয়েই রীতিমতো আলোড়ন পড়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে।
যদিও জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকারের দাবি, ভোটের মুখে পুরনো ভিডিও ভাইরাল করে নোংরামি করবার চেষ্টা করছে বিজেপি। বিজেপির কোনো কাজ নেই, ব্যক্তিগত কুৎসায় নেমেছে তারা।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের কাছে এটা নতুন কোনো ব্যাপার নয়। কলকাতায় তাদের টাকা পাঠাতে হয় বলেই নেতৃত্বদের কাছ থেকে পদ দিয়ে বিভিন্ন দরে টাকা তুলছে জেলার নেতারা। ভিডিওতে সেই সবই দেখা যাচ্ছে। এসবের জবাব মানুষই দেবে।