সাগরে উচ্চচাপের জেরে ফেব্রুয়ারির শুরুতে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। পূর্বাভাস অনুসারে শুক্রবার গোটা পশ্চিমবঙ্গেই হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। কপাল খারাপ থাকলে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। যার জেরে সবজি চাষিদের ক্ষতির আশঙ্গা রয়েছে। ক্ষতি হতে পারে বোরো চাষেও।
পূর্বাভাস অনুসারে শুক্রবার উত্তবঙ্গের বারেন্দ্রভূমি ও দক্ষিণবঙ্গের রাঢ়বঙ্গের জেলাগুলিতে প্রবল বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ২ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, ২ বর্ধমান ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে কালবৈশাখির মতো ঝড়। হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৭৫ কিলোমিটার। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
রাজ্যের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। তবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ঝড় হলে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। কোথাও কোথাও শনিবার সরস্বতী পুজোর দিনেও বৃষ্টি হতে পারে।
ওদিকে উচ্চচাপের জেরে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঢুকতে শুরু করেছে আর্দ্র বাতাস। যার ফলে আকাশ এদিন ছিল আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। এর জেরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সরস্বতী পুজোর পরই বসন্ত আসবে বলে পূর্বাভাস।