আবার এক মহিলার গলার হার ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী। জলপাইগুড়ির শান্তি পাড়ার ঘটনা। খোয়া গেল প্রায় দুই ভরি সোনার হার। বার বার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে শহরবাসী। পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
গত ২৭ এপ্রিল শনিবার সন্ধেয় শহরের মহুরি পাড়ার এক মুদি দোকান থেকে এক মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। এখনও সেই তদন্তের কিনারা করতে পারেনি পুলিশ। তারপর আবার ৩০ এপ্রিল সোমবার শান্তি পাড়ার এক বিমা সংস্থার সামনে থেকে প্রকাশ্যে এক মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। পুলিশ দু’টি ছিনতাইয়ে ঘটনায় সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। শান্তি পাড়ার ছিনতাইয়ের ঘটনায় বাইকের পিছনে বসে থাকা এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কোতয়ালি থানায় পুলিশ। এখনও ছিনতাই হওয়া সোনার হার খুঁজে পায়নি পুলিশ। নতুন করে আবার বুধবার শহরের শান্তি পাড়ায় একই কায়দায় গলার সোনার হার ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী।
এদিন মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা ফজলু রহমান তাঁর স্ত্রী জামেলি রোশনকে নিয়ে ময়নাগুড়ির মামার বাড়ি যাচ্ছিলেন। বৌবাজারে অটো করে নেমে টোটো করে শান্তি পাড়ায় যাচ্ছিলেন বাস ধরতে। শান্তি পাড়া মোড়ে টোটো থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন বাস স্ট্যাণ্ডে। সেই সময় একটি বাইকে দুই দুষ্কৃতী এসে গলার হার ছিনতাই করে দ্রুত গতিতে গোশালা মোড়ের দিকে পালিয়ে যায় বলে জানালেন জামেলি। তিনি বলেন, দুই ভরি সোনার হার ছিল। খুবই আতঙ্কে আছি। থানায় এসেছি।”