Stock giving Good returns: মে’তে সেনসেক্স ৪,০০০ পয়েন্ট কমলেও উড়ান এই শেয়ারগুলির, দিল ভালো রিটার্নও

1/6চলতি মাসে শেয়ার বাজারের সময় খুব একটা ভালো কাটেনি। এখনও পর্যন্ত (গত সপ্তাহে বাজার বন্ধের সময় পর্যন্ত) প্রায় ৩০০ টি সংস্থার শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। সেনসেক্স তো ৪,০০০ পয়েন্ট পতনের সাক্ষী থেকেছে। সেই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের একাংশ আবার শেয়ার বেচে দিচ্ছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

সেই পরিস্থিতিতে এমন কয়েকটি সংস্থাও আছে, যেগুলি শেয়ারের বাজারের দুর্বলতার মধ্যে উত্থানের সাক্ষী থেকেছে। গত ১৫ দিনে বিনিয়োগকারীদের ‘মুনাফা’ নিশ্চিত করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6সেই পরিস্থিতিতে এমন কয়েকটি সংস্থাও আছে, যেগুলি শেয়ারের বাজারের দুর্বলতার মধ্যে উত্থানের সাক্ষী থেকেছে। গত ১৫ দিনে বিনিয়োগকারীদের ‘মুনাফা’ নিশ্চিত করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
সেরকমই একটি সংস্থা হল গুজরাট গ্যাস। গত ১৫ দিনে যে সংস্থার বিনিয়োগকারীরা ৯.১১ শতাংশ রিটার্ন পেয়েছেন। গত শুক্রবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৬৮.৯৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/6সেরকমই একটি সংস্থা হল গুজরাট গ্যাস। গত ১৫ দিনে যে সংস্থার বিনিয়োগকারীরা ৯.১১ শতাংশ রিটার্ন পেয়েছেন। গত শুক্রবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৬৮.৯৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
এবিবি ইন্ডিয়া আবার গত দিনে বিনিয়োগকারীদের ৬.৮৬ শতাংশ রিটার্ন দিয়েছে। শুক্রবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ২,২৯০.৬ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/6এবিবি ইন্ডিয়া আবার গত দিনে বিনিয়োগকারীদের ৬.৮৬ শতাংশ রিটার্ন দিয়েছে। শুক্রবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ২,২৯০.৬ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
হিরো মোটরের শেয়ারের দাম ৫.২৬ শতাংশ বেড়েছে। দুর্বল বাজারেও উত্থান হয়েছে হিরো মোটরের। সেইসঙ্গে Coromandel Int., Blue Dart, Power Grid, P&G Health, MRF, Varun Beverages, Adani Power, Colgate-Palmolive, রুচি সোয়ার মতো শেয়ারের দামও বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/6হিরো মোটরের শেয়ারের দাম ৫.২৬ শতাংশ বেড়েছে। দুর্বল বাজারেও উত্থান হয়েছে হিরো মোটরের। সেইসঙ্গে Coromandel Int., Blue Dart, Power Grid, P&G Health, MRF, Varun Beverages, Adani Power, Colgate-Palmolive, রুচি সোয়ার মতো শেয়ারের দামও বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
১০ টি বড় সংস্থাগুলির মধ্যে গত সপ্তাহে আটটি জোরদার ধাক্কা খেয়েছে। ওই আটটি সংস্থার বাজারে মূলধনের পরিমাণ ২,৪৮,৩৭২ কোটি টাকা কমে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/6১০ টি বড় সংস্থাগুলির মধ্যে গত সপ্তাহে আটটি জোরদার ধাক্কা খেয়েছে। ওই আটটি সংস্থার বাজারে মূলধনের পরিমাণ ২,৪৮,৩৭২ কোটি টাকা কমে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.