Statue of Equality Inauguration: মাহেন্দ্রক্ষণে সন্ত রামানুচার্যের মূর্তি উদ্বোধন মোদীর, এক ঝলকে চমকপ্রদ কিছু তথ্য

1/8বহু দশক আগে সারা দেশ পায়ে হেঁটে সাম্যের বার্তা দিয়েছিলেন সন্ত রামানুচার্য। তাঁর ১০০০ তম জন্ম বার্ষিকীতে আজ তেলাঙ্গানার কাছে হায়দরাবাদের নিকট শামশাবাদে সন্ত রামানুচার্যের ২১৬ ফুটের মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের দ্বিতীয় উচ্চতম এই মূর্তি দেশের ‘স্ট্যাচু অফ ইক্যুয়ালিটি’র আখ্যা পেয়েছে। ছবি সৌজন্য এএনআই ও তেজস্বী সূর্যের টুইটার প্রোফাইল।

সন্ত রামানুচার্যের এই মূর্তি পঞ্চ ধাতুতে তৈরি হয়েছে। এতে সোনা, রুপো, তামা, জিঙ্ক, পিতল দিয়ে নির্মাণ করা হয়েছে এই বিশালাকার মূর্তি। এই এলাকায় রামানুচার্যের আরও একটি  মূর্তিতে থাকছে ১২০ কেজি সোনা। এই মূর্তিতে নিত্য পুজো সম্পন্ন হবে। এই মূর্তি স্থাপন করা হয়েছে ৫৪ ফুটের ভদ্র বেদীর উপর। ছবি সৌজন্য- এএনআই
2/8সন্ত রামানুচার্যের এই মূর্তি পঞ্চ ধাতুতে তৈরি হয়েছে। এতে সোনা, রুপো, তামা, জিঙ্ক, পিতল দিয়ে নির্মাণ করা হয়েছে এই বিশালাকার মূর্তি। এই এলাকায় রামানুচার্যের আরও একটি মূর্তিতে থাকছে ১২০ কেজি সোনা। এই মূর্তিতে নিত্য পুজো সম্পন্ন হবে। এই মূর্তি স্থাপন করা হয়েছে ৫৪ ফুটের ভদ্র বেদীর উপর। ছবি সৌজন্য- এএনআই
সন্ত শ্রীরামানুচার্যের জন্ম বার্ষিকীর হাজার বছর উপলক্ষ্যে আজ থেকে ১২ দিন ধরে চলবে একাধিক অনুষ্ঠান। ১ হাজার কোটি টাকার প্রজেক্টের সম্পূর্ণ অর্থই বিশ্ব জুড়ে সন্ত রামানুচার্যের ভক্তরা অনুদান হিসাবে দিয়েছেন বলে জানা গিয়েছে। এই মূর্তির শিলান্যাস, এর আগে ২০১৪ সালে সম্পন্ন হয়। ছবি সৌজন্য এএনআই।
3/8সন্ত শ্রীরামানুচার্যের জন্ম বার্ষিকীর হাজার বছর উপলক্ষ্যে আজ থেকে ১২ দিন ধরে চলবে একাধিক অনুষ্ঠান। ১ হাজার কোটি টাকার প্রজেক্টের সম্পূর্ণ অর্থই বিশ্ব জুড়ে সন্ত রামানুচার্যের ভক্তরা অনুদান হিসাবে দিয়েছেন বলে জানা গিয়েছে। এই মূর্তির শিলান্যাস, এর আগে ২০১৪ সালে সম্পন্ন হয়। ছবি সৌজন্য এএনআই।
হায়দরাবাদ থেকে অনতি দূরে শামশাবাদের ৪৫ একর জমিতে এই বিশালাকার মূর্তি স্থাপিত হয়েছে। সেখানে একটি গবেষণাগার, প্রাচীন ভারতীয় পুঁথি সম্পর্কীয় বিভিন্ন তথ্যের সম্ভার, ফটো গ্যালারি, থিয়েটার, লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। সেখানে সন্ত রামানুচার্যের দর্শনকে তুলে ধরা হচ্ছে। ছবি সৌজন্য এএনআই।
4/8হায়দরাবাদ থেকে অনতি দূরে শামশাবাদের ৪৫ একর জমিতে এই বিশালাকার মূর্তি স্থাপিত হয়েছে। সেখানে একটি গবেষণাগার, প্রাচীন ভারতীয় পুঁথি সম্পর্কীয় বিভিন্ন তথ্যের সম্ভার, ফটো গ্যালারি, থিয়েটার, লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। সেখানে সন্ত রামানুচার্যের দর্শনকে তুলে ধরা হচ্ছে। ছবি সৌজন্য এএনআই।
মূর্তি উন্মোচনের আগে,শামশাবাদের যজ্ঞশালাতে বসেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য এএনআই।
5/8মূর্তি উন্মোচনের আগে,শামশাবাদের যজ্ঞশালাতে বসেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য এএনআই।
একাদশ শতকের এই সন্তের মূর্তি উন্মোচনের আগে প্রধানমন্ত্রী একাধিক আচার পালন করেন। ছবি সৌজন্য এএনআই।
6/8একাদশ শতকের এই সন্তের মূর্তি উন্মোচনের আগে প্রধানমন্ত্রী একাধিক আচার পালন করেন। ছবি সৌজন্য এএনআই।
সন্ত রামানুচার্যের এই মূর্তির ভাবনা আসে আশ্রমের শ্রী চিন্না জিয়ার স্বামীর হাত ধরে। ছবি সৌজন্য তেজস্বী সূর্যের টুইটার প্রোফাইল।
7/8সন্ত রামানুচার্যের এই মূর্তির ভাবনা আসে আশ্রমের শ্রী চিন্না জিয়ার স্বামীর হাত ধরে। ছবি সৌজন্য তেজস্বী সূর্যের টুইটার প্রোফাইল।
উল্লেখ্য, এই শামশাবাদের ৪৫ একর জমিতে নির্মিত এই মূর্তির আশপাশ জুড়ে থাকছে ১০৮ টি কষ্টি পাথরের মন্দির। এই মন্দিরগুলি বদ্রীনাথ, মুক্তিনাথ, অযোধ্যা, বৃন্দাবন, তরুমালার আদলে তৈরি করা হয়েছে। ছবি সৌজন্য এএনআই।
8/8উল্লেখ্য, এই শামশাবাদের ৪৫ একর জমিতে নির্মিত এই মূর্তির আশপাশ জুড়ে থাকছে ১০৮ টি কষ্টি পাথরের মন্দির। এই মন্দিরগুলি বদ্রীনাথ, মুক্তিনাথ, অযোধ্যা, বৃন্দাবন, তরুমালার আদলে তৈরি করা হয়েছে। ছবি সৌজন্য এএনআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.