নিয়োগ দুর্নীতি মামলায় জেরার মুখে পড়েছেন একাধিক। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে অবশেষে গ্রেফতার করল সিবিআই। সঙ্গে আরও ১ জনকে। আগামিকাল, সোমবার ধৃতদের পেশ করা হবে আদালতে।
নিয়োগ দুর্নীতির মামলায় এখন ইডি হেফাজতে কুন্তল ঘোষ। তাঁর বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন, রেহাই পেলেন না সেই তাপস মণ্ডলও। ঘড়িতে তখন ১১টা। এদিন সকালে নিজাম প্যালেসে আসেন তিনি। প্রায় ৬ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। বিকেলে গ্রেফতার করা হয় তাপস ও নীলাদ্রী ঘোষ নামে আরও একজনকে।
এর আগে, নিয়োগ দুর্নীতির মামলায় যখন মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট দেয় ইডি, তখন সেই চার্জশিটের নাম ছিল তাপস মণ্ডলেরও। মানিক ঘনিষ্ট হিসেবেই পরিচিত ছিলেন তিনি। শুধু তাই নয়, মানিক ভট্টাচার্যের হয়ে টাকাও তুলতেন এবং সেই টাকা পৌঁছে যেতে প্রভাবশালীদের কাছে। সূত্রের খবর তেমনই।