মেয়ের ‘কর্মকাণ্ড’ বিন্দুবিসর্গ টের পাননি মা। সাংবাদিকদের সামনে এমনটাই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়। বুধবার এসএসসি দুর্নীতি-কাণ্ডে ধৃত অর্পিতার বেলঘরিয়ার একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। পাশাপাশি, তাঁর বাড়িতেও অভিযান চালানো হয়।
বুধবার, বেলা ১২টা নাগাদ বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনের ন’তলার ফ্ল্যাটে পৌঁছন ইডি আধিকারিকরা। এর পাশাপাশি বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় অর্পিতার বাড়িতেও পৌঁছয় ইডির একটি দল। সেখানেও তল্লাশি চালানো হয়। তা নিয়ে অর্পিতার মা মিনতি বলছেন, ‘‘ওরা সব ঘাঁটাঘাঁটি করে দেখল। কিছুই পেল না। হয়তো নির্দেশ পেয়েই এসেছেন। ওঁরা কী করলেন তা দেখতে যাইনি।’’
অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা। মিলেছে সোনার গয়না-সহ আরও সম্পত্তি। পাশাপাশি এসএসসি দুর্নীতি-কাণ্ডে নাম জড়িয়েছে মেয়ের। মা হয়ে কি এ সবের বিন্দুবিসর্গ আঁচ পাননি? বিস্মিত মিনতির উত্তর, ‘‘কিছুই জানতাম না। খবরে সব দেখছি। আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি। কী করব বলুন তো! কে কোথায় টাকা রেখেছে কিছুই জানি না।’’ আক্ষেপের সুরেই মিনতি বলছেন, ‘‘এ সব দেখে আমার তো খুব খারাপই লাগছে। মা-বাবাই তো ভোগে! বাবা-মা হয়েছি ভুগতেই হবে। তবে আমার মেয়ে বা যেই হোক অন্যায় করে থাকলে সাজা পাবে।’’