আগেই বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন, SSC গ্রুপ ডি দুর্নীতি মামলায় এবার বেআইনিভাবে নিযুক্ত ৯৮ জনের স্কুলে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করলের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে তিনি জানিয়েছেন, এই ৯৮ জনকে আর কর্মী হিসাবে ধরা যাবে না।
SSC গ্রুপ ডি দুর্নীতিতে বেআইনিভাবে যে ৯৮ জনের নিয়োগ হয়েছে তাদের আগেই বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। এর পর তাঁদের বরখাস্তের নির্দেশ দেন বিচারপতি। প্যানেলে নাম না থাকলেও কী ভাবে তারা চাকরি পেল তা খুঁজে বার করতে সিবিআইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই নিয়ে কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে তুমুল বিচারবিভাগীয় সংঘাত।
এরই মধ্যে শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, চাকরি থেকে বহিষ্কৃত ৯৮ জন আর স্কুলে প্রবেশ করতে পারবেন না। তাদের কোনও ভাবেই কর্মীর মর্যাদা দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হন কি না এখন সেদিকেই নজর সবার।