সরকারি চাকুরে পাত্র। তাঁর রীতিমতো ধুমধাম করেই বিয়ে দিয়েছিলেন কনের বাড়ির লোকেরা। কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হল না। বিয়ের পরের দিনই জানা গেল, আদালতের নির্দেশে চাকরি গিয়েছে বরের! নবদম্পতির ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, জলপাইগুড়ির মাল মহকুমার ক্রান্তি ব্লকের গোলাবাড়ি এলাকার বাসিন্দা প্রণব রায়। ২০১৭ সালে এসএসসি-র গ্রুপ সি পদে চাকরি পান তিনি। কর্মরত ছিলেন ক্রান্তি ব্লকেরই রাজডাঙা এলাকার পেন্দা মহহ্মদ হাই স্কুলে। এমনকী, গত বৃহস্পতিবার বিয়েও সেরে ফেলেন সরকারি চাকুরে প্রণব।
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি গ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারা চাকরি হারালেন? যেদিন নতুন বউকে নিয়ে বাড়ি ফেরেন প্রণব, সেই শুক্রবার তালিকা প্রকাশ করা হয়। দেখা যায়, তালিকায় নাম রয়েছে সদ্য বিবাহিত ওই যুবকের! এরপরই প্রণব রায়ের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, ‘বৃহস্পতিবার বিয়ে, শুক্রবার গেল চাকরি, শনিবার বউভাত’। কেউ আবার লিখেছেন, “ফুলশয্যা নয় কন্টকশয্যা হবে।” কেউ লিখেছেন, ‘আদৌ ফুলশয্যা হবে তো’? মুখে কুলুপ পরিবার ও প্রতিবেশীদের।