রাম মন্দির উদ্বোধনের আগেই বীরভূমের রাজনগর হনুমান মন্দির সংলগ্ন স্থানে শ্রীরাম কথা মহোৎসবের আয়োজন করেছেন স্থানীয় সমাজসেবী নিশীথ গড়াই ও তার সহধর্মিনী শ্যামা গড়াই। সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকার আপামর জনসাধারণ। উদ্যোক্তাদের দাবি, বীরভূম জেলায় প্রথম শ্রীরাম কথা মহোৎসবের আয়োজন করা হলো। এই আয়োজনে পুরোধা হিসাবে শামিল হয়েছেন বৃন্দাবন ধামের শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান শিষ্য সনাতন গোস্বামীর ২১তম পুরুষ রাজেশকিশোর গোস্বামী। টানা ৯ দিন ধরে চলবে রামকথা মহোৎসব।
রামকথা মহোৎসবের অঙ্গ হিসাবে ও হনুমানজির দিব্য অভিষেক, ভাগবত ভগবান ও রামচরিত মানসের পুজো, রামকথা পাঠ, ভাগবত পাঠ সমেত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুশকণিকা নদী থেকে ১০৮ পূর্ণ কলস যাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ব্রজ কিশোর গোস্বামী। অনুষ্ঠানে রাজনগর সমেত বিভিন্ন গ্রামের ভক্তরা ভিড় জমাচ্ছেন প্রতিদিন।