‘Srijane 100 Ekush’ ‘সৃজনে ১০০ একুশ’ আয়োজন করল রবীন্দ্র নজরুল সন্ধ্যা

 গত ৬ জুলাই কলকাতার ‘শরৎ সদন’-এ ‘সৃজনে ১০০ একুশ’ আয়োজন করেছিল রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ‘প্রণমি দোঁহারে’। সংগঠনটির উদ্দেশ্য অঞ্চলে অঞ্চলে সাংস্কৃতিক পরিমন্ডল তৈরি করা। ১২১ নং ওয়ার্ডের পৌরপিতা ও আদ্যন্ত সংস্কৃতিমনস্ক শ্রী রূপক গাঙ্গুলির তত্ত্বাবধানে ‘প্রণমি দোঁহারে’ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এই রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ছিল এই সংগঠনের ষষ্ঠতম আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রায় ১০০ জন বিভিন্ন ধরনের শিল্পী ও কলাকুশলীরা। ‘প্রণমি দোঁহারে’ নামক অনুষ্ঠানটি নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, বেহালা বাদন, শ্রুতি নাটক নিয়ে নানা রঙে সেজে উঠেছিল।

অনুষ্ঠানের শুরুতেই রূপক গাঙ্গুলি প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং দুই মহান কবিকে শ্রদ্ধা নিবেদন ক’রে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানের প্রারম্ভে কাবেরী পুইতন্ডি করের নেতৃত্বে এন.জি.সি.বি ফাউন্ডেশনের নৃত্যশিল্পীরা – অহনা সেন, দীপিকা দাস, দেবাঙ্গনা সরকার, শুভশ্রী ঘোষ এবং সংযুক্তা বোস গৌড়ীয় নৃত্যের মাধ্যমে কবিপ্রণাম জানান। তাছাড়া আমন্ত্রিত দলের মধ্যে ছিল বাতিঘর, বেহালা অভ্যুদয়, গীতি অপ্সরা, নবপল্লী সৃষ্টি ডান্স গ্রুপ, পুনশ্চ বেহালা, বিভোর বেহালা, সৃষ্টি এবং সুরসপ্তক। ‘বাতিঘর’ -এর ছোট শিশুদের দ্বারা পরিবেশিত ‘রথ যাত্রা’ দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছে। ঈশিতা ব্যানার্জি, দুই ক্ষুদে শিল্পী সৃজা দাস ও অভিস্মিতা মাইতি আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন আঁখি ভট্টাচার্য। অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন জুঁই দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.