শীত-গরমের লুকোচুরি চলছেই। এই ঠান্ডা, তো এক গরম। কলকাতায় আজ সকাল থেকে মেঘলা আকাশ। হাল্কা শীতের আমেজ (Weather)। শীত আবার ফিরছে কি, এই প্রশ্ন সকলের। কিন্তু আশায় জল ঢেলে দিয়ে আলিপুর আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, জমাট শীত আর ফিরবে না। তবে বিদায়লগ্নে ‘গুড বাই’ বলতে আসবে।
আজ ও আগামীকাল তাপমাত্রা আবার বাড়বে, কিন্তু তারপর থেকে ফের কমবে।
ঘন ঘোর শীতকালেও নিরুদ্দেশই ছিল শীত (Weather)। নিজের উপস্থিতি জানান দিয়ে আবার উধাও হয়ে গিয়েছিল। এখন দুয়ারে বসন্তের আগমনী বেজেছে। রক্ত পলাশের দিনে শীতের ফিরে আসার অপেক্ষা করাও বৃথা। তবে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, শীত একটু উঁকি দিয়ে যাবে মাত্র। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি ও জেলায় ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে। ৪-৫ দিন স্থায়ী হতে পারে এই শীতের স্পেল। তারপর একদম বিদায় জানিয়ে পাততাড়ি গুটোবে শীত।
তবে এখনও দুটো দিন তাপমাত্রা বাড়বে। শীতের জানুয়ারিতে উষ্ণতাই গায়ে মাখতে হবে বঙ্গবাসীকে। আজ মঙ্গলবার, অর্থাত্ জানুয়ারি মাসের শেষ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। গতকাল সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন এক লাফে ৩ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আজকের তাপমাত্রাও ১৮ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানা গেছে।
উত্তরবঙ্গে এখন শুষ্ক আবহাওয়া। না বেশি শীত, না গরম। তবে আগামী ৪৮ ঘণ্টায় পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে।
বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে দক্ষিণের রাজ্যগুলিতে বুধ ও বৃহস্পতিবার তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।