অমৃতসরে আয়োজিত অনূর্ধ্ব ১৪ সাব জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলা ৩-০ গোলে দিল্লিকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর আবার ভারত সেরা হলো। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
অরূপবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “বাংলার এই দলে নিয়মিত প্রথম একাদশে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’ থেকে পাঁচ ফুটবলার প্রতিনিধিত্ব করেছে। তারা হল অতনু মুর্মু (মিডিও), উরচিন সাহা (গোলকিপার), সবুজ মন্ডল (সেন্ট্রাল ব্যাক), সৌম্যদীপ বারুই (সেন্টাল ব্যাক), সুমন গুইন (গোলকিপার)। ভারত সেরা হওয়ার জন্য বাংলার খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন।
একইসঙ্গে শুভেচ্ছা রইল অনুর্ধ-১৪ ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। জয় ভারত, জয় বাংলা।”

