এখনও ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি স্পেন। সামনে জর্জিয়া ও তুরস্কের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের। তার আগে ফেডারেশন ও কোচকে লুকিয়ে অস্ত্রোপচার করিয়েছেন লামিন ইয়ামাল। আপাতত কিছু দিন খেলতে পারবেন না তিনি। ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। ইয়ামালের কাছে হতবাক স্পেনের প্রধান কোচ লুই দে লা ফুয়েন্তে। পাশাপাশি ক্ষুব্ধও তিনি।
স্পেনের ১৮ বছরের ইয়ামাল ইতিমধ্যেই তারকা। গত বছর ইউরো কাপে স্পেনকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইয়ামালকে প্রয়োজন ছিল স্পেনের। কিন্তু মঙ্গলবার রাতে স্পেনের ফুটবল ফেডারেশনের কাছে একটি মেডিক্যাল রিপোর্ট আসে। সেখানে লেখা, ইয়ামালের কুঁচকিতে অস্ত্রোপচার হয়েছে। আপাতত ৭-১০ দিন তাঁর বিশ্রাম প্রয়োজন।
মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর আর দেরি করেনি ফেডারেশন। ইয়ামালকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফেডারেশন জানিয়েছে, ইয়ামালের অস্ত্রোপচারের কথা আগে থেকে তাঁর জানতেন না। কিন্তু ফুটবলারের শারীরিক অবস্থা তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ইয়ামালকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ফুয়েন্তে অবশ্য এত নরম ভাবে বিষয়টি দেখছেন না। একটি রেডিয়ো চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ধরনের ঘটনায় ফেডারেশনের কিছু করার থাকে না। একে মেনে নিতে হবে। কিন্তু আমি অবাক হয়েছি। বাকি সকলের মতো আমিও কিছু জানতাম না। আমার দলের ফুটবলারের খবর তো আমার কাছে অন্তত থাকবে। কোচের উপর এ টুকু বিশ্বাস তো রাখা উচিত। আমি জানি না দেখা হলে ওকে কী বলব।” ফুয়েন্তের গলার স্বর শুনে বোঝা যাচ্ছিল, তিনি ক্ষুব্ধ। তবে ইয়ামালের বয়স কম। তাই খুব বেশি কিছু বলেননি তিনি। ইয়ামাল দ্রুত মাঠে ফিরুন, সেটাই চান স্পেনের ইউরোজয়ী কোচ।
বেশ কিছু দিন ধরে কুঁচকির চোটে ভুগছেন ইয়ামাল। এই মরসুমে বার্সেলোনার হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে যে ১১টি ম্যাচ খেলেছেন তাতে ছ’টি গোল করেছেন ইয়ামাল। পাশাপাশি ছ’টি গোল করিয়েছেন।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ই-তে রয়েছে স্পেন। চারটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। কিন্তু এখনও বিশ্বকাপ নিশ্চিত হয়নি। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক। স্পেনের বাকি দুই ম্যাচে জর্জিয়া ও তুরস্কের সঙ্গে। প্রতিটি গ্রুপ থেকে একটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যাবে। অর্থাৎ, শীর্ষে থাকতে হলে তুরস্ককে হারাতেই হবে। আর যদি স্পেন পয়েন্ট নষ্ট করে তা হলে প্রার্থনা করতে হবে তুরস্কও যাতে পয়েন্ট নষ্ট করে। এই রকম পরিস্থিতিতে দলের সেরা ফুটবলারকে চেয়েছিলেন ফুয়েন্তে। কিন্তু ইয়ামালকে পাচ্ছেন না তিনি। তাই রাগ চেপে রাখতে পারেননি স্পেনের কোচ।

