1/5জুলাইয়ের শেষে এবং অগস্টের শুরুতে যে সামান্য আশা দেখা গিয়েছিল, তা কার্যত মরীচিকা হয়ে দাঁড়াল। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
2/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চলতি মরশুমে (বর্ষা) এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে ৪৭ শতাংশ। আগামী কয়েকদিনেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি ইতিবাচক নয়।
3/5মঙ্গলবার (২ অগস্ট) কোন কোন জেলায় কত বৃষ্টি হবে? মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছুটা বেশি বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনায়। তবে খুব যে বেশি বৃষ্টি হবে, তেমনটা মোটেও নয়।
4/5বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
5/5জুন এবং জুলাইয়ে ব্যাপক ঘাটতির পর বৃষ্টির জন্য অগস্টের দিকে তাকিয়েছিলেন দক্ষিণবঙ্গবাসী। কিন্তু আপাতত যা পূর্বাভাস, তাতে চলতি মাসেও অবস্থা খুব একটা ভালো থাকবে না। তার জেরে মাথায় হাত পড়েছে চাষিদের। ক্রমশ আমন ধান রোপণের সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টির দেখা মিলছে না।