সকলে ভেবেছিলেন, ২১ বছর পর ভেঙে যাবে ব্রায়ান লারার বিশ্বরেকর্ড। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করা তাঁর ৪০০ রানের নজির ভাঙার সুযোগ ছিল উইয়ান মুল্ডারের কাছে। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৩৬৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন তিনি। সকলে অপেক্ষা করছিলেন, বিরতির পর কত ক্ষণে লারার রেকর্ড তিনি ভাঙবেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ডিক্লেয়ার দিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, ৩৬৭ রানে অপরাজিত থেকে গেলেন মুল্ডার। ৩৪ রানের জন্য লারার রেকর্ড ভাঙলেন না তিনি।
দক্ষিণ আফ্রিকা বনাম জ়িম্বাবোয়ে টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না হওয়ায় খেলছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর বদলে মুল্ডার অধিনায়ক হয়েছেন। বাভুমার জায়গা তিন নম্বরেই ব্যাট করতে নেমেছেন তিনি। অর্থাৎ, ডিক্লেয়ারের সিদ্ধান্ত তিনিই নিয়েছেন। কেন মুল্ডার ৩৬৭ রানে ডিক্লেয়ার করেছেন তা অবশ্য এখনও জানা যায়নি। হতে পারে লারাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যেমনটা করেছিলেন মার্ক টেলর। ১৯৯৮ সালে পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৪ রানে অপরাজিত থাকাকালীন ডিক্লেয়ার করে দিয়েছিলেন তিনি। স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টেস্টে ব্র্যাডম্যানেরও সর্বাধিক রান ৩৩৪।
ব্যাট করতে নামার পর মুল্ডারকে থামাতে পারেননি জ়িম্বাবোয়ের বোলারেরা। ২৯৭ বলে ৩০০ রান করেছেন তিনি। দ্রুততম ত্রিশতরানের রেকর্ড রয়েছে বীরেন্দ্র সহবাগের দখলে। ভারতের ক্রিকেটার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২৭৮ বলে ৩০০ করেছিলেন। ৩৬৭ রানের ইনিংসে ৪৯ চার ও চারটে ছক্কা মেরেছেন তিনি। দ্রুততম ত্রিশতরান করতে না পারলেও অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল নিউ জ়িল্যান্ডের গ্রাহাম ডৌলিংয়ের দখলে। ১৯৬৮ সালে ভারতের বিরুদ্ধে ২৩৯ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড অনেক আগেই ভেঙে ফেলেছেন মুল্ডার।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বাধিক রানের ইনিংস খেলেছেন মুল্ডার। এর আগে হাশিম আমলা ৩১১ রান করেছিলেন। এক টেস্টেও প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান মুল্ডারের। এক আগে ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৩৬২ রান করেছিলেন গ্রেম স্মিথ। এক ইনিংসেই তাঁকে টপকে গিয়েছেন মুল্ডার। বিদেশের মাটিতে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানও মু্ল্ডারের। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাকিস্তানের হানিফ মহম্মদ ৩৩৭ রান করেছিলেন। সেটাই ছিল এত দিন রেকর্ড। তা ভেঙে ফেলেছেন মুল্ডার। তার পরেই ব্যাট ছেড়ে দিলেন তিনি।

