বিশ্বকাপে আরও একটি ম্যাচ ভেস্তে গেল। সেই কলম্বোতেই। এ বার সেখানে পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। এ ভাবে ম্যাচ ভেস্তে যাওয়ায় বদলে যাচ্ছে পয়েন্ট তালিকার সমীকরণ। যেমন, এই ম্যাচ না হওয়ায় মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। আবার সুবিধা হল ভারতেরও।
কলম্বোতে প্রথম ব্যাট করতে নামে পাকিস্তান। ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯২ রান করেছিল তারা। তার পরেই বৃষ্টি নামে। আর খেলা হয়নি। যা পরিস্থিতি ছিল তাতে পুরো খেলা হলে হয়তো নিউ জ়িল্যান্ড জিতত। কিন্তু খেলা না হওয়ায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের।
এই ম্যাচ না হওয়ায় ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠল তারা। নিউ জ়িল্যান্ডের ভাগ্য সবচেয়ে খারাপ। তাদের দু’টি ম্যাচ ভেস্তে গিয়েছে। ফলে ৫ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। পাঁচ নম্বরেই থাকলেন সোভি ডিভাইনেরা।
নিউ জ়িল্যান্ডের ঠিক ওপরে ভারত। ৪ ম্যাচে হরমনপ্রীত কৌরদের পয়েন্ট ৪। রবিবার ইনদওরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৬। হাতে আরও দু’টি ম্যাচ বাকি থাকবে ভারতের। ইংল্যান্ডের কাছে হারলেও ভারত নিউ জ়িল্যান্ডের উপরেই থাকবে। তাদের নিজেদের মধ্যে খেলা রয়েছে। অর্থাৎ, সে ক্ষেত্রেও শেষ চারে ওঠার সুযোগ নিজের হাতেই থাকবে ভারতের।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনালের লড়াই প্রায় শেষ বলা যেতে পারে। তাদের তিন দলেরই পয়েন্ট ২। তাদের নিজেদের মধ্যে খেলা রয়েছে। সুতরাং বলা যেতে পারে, সেমিফাইনালের শেষ দুই জায়গার জন্য ভারত, ইংল্যান্ড ও নিউ জ়িল্যান্ড লড়ছে। আর তাই নিউ জ়িল্যান্ডের পয়েন্ট নষ্ট হওয়ায় ভারতের সুবিধা হল।